আইরিশদের উড়িয়ে শুরু পান্ডিয়ার ভারতের

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা নেই। তার পরিবর্তে প্রথম বারের মতো ভারতের নেতৃত্ব দিলেন হার্দিক পান্ডিয়া। আর তার প্রথম দিনে আয়ারল্যান্ড সফরে দারুণ সূচনা ভারতের। স্বাগতিকদের রীতিমতো উড়িয়ে দিয়েই সিরিজ শুরু করল দলটি।
রোববার ডাবলিনের ম্যালাহাইডে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ডকে বৃষ্টি আইনে ৭ উইকেটে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৪ উইকেটে ১০৮ রান করে আয়ারল্যান্ড। জবাবে ১৬ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় সফরকারী দলটি।
এদিন ম্যাচ শুরুর আগে বাগড়া দেয় বৃষ্টি। ফলে মচের পরিধি কমে আসে। ১২ ওভারে নির্ধারিত হয় ম্যাচটি। টস হেরে ব্যাটিংয়ে নামা স্বাগতিকদের শুরুটা ছিল বিবর্ণ। দলীয় ৬ রানেই শেষ দুই ওপেনার পল স্টার্লিং ও অধিনায়ক অ্যান্ডি বালবিরনি। এরপর স্কোরবোর্ডে আর ১৮ রান যোগ হতে নেই গ্যারেথ ডেলনিও।
তবে চতুর্থ উইকেটে লরকান টাকার নিয়ে দলের হাল ধরেন হেরি টেক্টর। এক প্রান্তে ঝড় তুলে রানের চাকাও সচল রাখেন এ ব্যাটার। ৫০ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার। এরপর টাকার আউট হলে জর্জ ডকরেলকে অবিচ্ছিন্ন ৩৬ রানের জুটিতে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন টেক্টর।
দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস খেলেন টেক্টর। ৩৩ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। এছাড়া টাকারের ব্যাট থেকে আসে ১৮ রান।
লক্ষ্য তাড়ায় নেমেই এক প্রান্তে ঝড় তোলেন ইশান কিষান। দিপক হুডার সঙ্গে ৩০ রানের জুটিতে একাই করেন ২৬ রান। মাত্র ১১ বলে ৩টি চার ও ২টি ছক্কায় এ রান করেন ক্রেইগ ইয়ংয়ের বলে বোল্ড হয়ে যান। পরের বলে সূর্যকুমার যাদবকে এলডাব্লিউর ফাঁদে ফেললে দারুণভাবেই ম্যাচে ফেরে আইরিশরা।
তবে অধিনায়ক পান্ডিয়ার সঙ্গে দারুণ এক জুটি গড়ে স্বাগতিকদের হতাশা বাড়ান দিপক। তৃতীয় উইকেটে ৬৪ রানের জুটি গড়েন তারা। তাতেই জয়ের ভিত পেয়ে যায় দলটি। এরপর অধিনায়ক বিদায় নিলে বাকি কাজ দিনেশ কার্তিককে নিয়ে শেষ করেন দিপক।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন দিপক। ২৯ বলে ৬টি চার ও ২টি ছক্কায় এ রান করেন ১২ বলে ১টি চার ও ৩টি ছক্কায় ২৪ রান করেন পান্ডিয়া। আয়ারল্যান্ডের পক্ষে ১৪ রানের খরচায় ২টি উইকেট নেন ইয়ং।
Comments