আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটার সাকিব

Shakib Al Hasan
ছবি: সংগ্রহ

গত জুলাই মাসে পারফরম্যান্সের ভিত্তিতে আইসিসির সেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন সাকিব আল হাসান। মুশফিকুর রহিমের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সাকিব পেলেন মাস সেরা ক্রিকেটারের স্বীকৃতি। জুলাই মাসের জন্য সেরা নারী ক্রিকেটার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেইলর।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এই খবর দিয়েছে আইসিসি। সাকিবের সঙ্গে জুলাই মাসের সেরা হওয়ার দৌড়ে ছিলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়র।

এই স্বীকৃতি পাওয়ার পর প্রতিক্রিয়ায় সাকিব বলেন এটা তার কাছে বিশেষ কিছু,  ' ২০২১ সালে জুলাই মাসের জন্য আমাকে সেরা হিসেবে নির্বাচিত করায় সম্মানিত বোধ করছি। এই মাসে কিছু ভালো পারফরম্যান্স। এই স্বীকৃতি বিশেষ কিছু।'

'দলের হয়ে খেলতে পারা এবং দলর জয়ে অবদান রাখতে পারায় আমি খুশি। গত কয়েক সপ্তাহে বাংলাদেশের হয়ে সাফল্য আনতে পেরে আমি আনন্দিত।'

জুলাই মাসজুড়ে ক্রিকেটে ব্যস্ত ছিল বাংলাদেশ দল। জিম্বাবুয়ে সফরে তিন সংস্করণেই সিরিজ জেতায় অবদান রাখেন সাকিব। একমাত্র টেস্ট হয়ে ব্যাট হাতে নিরব থাকলেও বোলিংয়ে নেন পাঁচ উইকেট। তবে ওয়ানডেতেই দেখান আসল ঝলক।

দলের বিপদের মধ্যে ৯৬ রানের ইনিংস খেলে দলের সিরিজ জয় নিশ্চিত করেন। সিরিজে বল হাতে নেন সবচেয়ে বেশি ৮ উইকেট। টি-টোয়েন্টি অবশ্য সাদামাটা গেছে। তিন ম্যাচে ৩ উইকেটের পাশাপাশি রান করেছেন ৩৭।

চলতি বছর থেকেই আইসিসি মাস সেরা ক্রিকেটারের স্বীকৃতি দিয়ে আসছে। আইসিসির ভোটিং একাডেমি ও সমর্থকদের যৌথ ভোটে নির্বাচিত করা হয় সেরা ক্রিকেটার। ভোটেং একাডেমিতে জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকারদের রাখা হয়েছে। তাদের ভোট জমা দেন ই-মেইলে। আর নিবন্ধিত সমর্থকরা আইসিসির ওয়েবসাইটে ভোট দিতে পারেন। সেরা বাছাইয়ে একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয় ৯০ ভাগ। বাকি ১০ ভাগ সমর্থকদের।

Comments

The Daily Star  | English
taka weakens against us dollar in Bangladesh

Currency paradox: Why is Bangladesh Bank buying dollars? 

Taka gains spark BB intervention, foiling further dollar decline

1h ago