আইসিসির মাসসেরার লড়াইয়ে ইবাদত

নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো কোনো ম্যাচ জয়। তাও আবার টেস্টে। ঐতিহাসিক সে জয়ের মূল নায়ক ছিলেন পেসার ইবাদত হোসেন। সেই পারফরম্যান্সের জন্য 'আইসিসি প্লেয়ার অব দা মান্থ'-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন এ পেসার।

২০২২ সালের জানুয়ারি মাসের সেরার লড়াইয়ে থাকাদের নাম মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে ইবাদতের দুই প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আফ্রিকা যুব দলের ডেওয়াল্ড ব্রেভিস ও দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের খেলোয়াড় কিগান পিটারসেন।

গত মাসের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে ২৯.৩৩ গড়ে ৯টি উইকেট নিয়েছেন ইবাদত। বাংলাদেশের একমাত্র টেস্ট জয়ের দিনে ছিলেন অনন্য। ৪৬ রানের খরচায় পেয়েছেন ৬টি উইকেট। যে কারণে আইসিসির মাস সেরা তালিকায় আছেন তিনি।

তবে কিছুটা বিস্ময় ছড়িয়ে অনূর্ধ্ব-১৯ দলের তরুণ ব্রেভিস আছেন এ তালিকায়। যুব বিশ্বকাপে এবার সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তিনি। ৮৪.৩৩ গড়ে করেছেন ৫০৬ রান। সেখানে ২টি সেঞ্চুরি ও তিনটি ফিফটি রয়েছে। একই সঙ্গে ২৮.৫৭ গড়ে পেয়েছেন ৭টি উইকেটও। জিতেছেন বিশ্বকাপের প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের ট্রফিও।

আরেক প্রোটিয়া তারকা পিটারসেন ভারত সিরিজে ছিলেন দুর্দান্ত। তার ব্যাটেই ঘরের মাঠে প্রথম ম্যাচে হেরেও ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। তিন নম্বরে নেমে ৬১ গড়ে করেছেন ২৪৪ রান।

একই দিনে নারীদের নারীদের 'প্লেয়ার অব দা মান্থ'-এর সংক্ষিপ্ত তালিকা দিয়েছে আইসিসি। এ তালিকায় আছেন শ্রীলঙ্কার চামারি আত্তাপাত্তু, ওয়েস্ট ইন্ডিজের ডিয়েন্ড্রা ডটিন ও ইংল্যান্ডের হিদার নাইট।

গত বছর থেকে মাস সেরা ক্রিকেটারের স্বীকৃতি দেওয়া শুরু করেছে আইসিসি। সংস্থাটির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা ক্রিকেটার। ভোটিং একাডেমিতে থাকেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। ই-মেইলের মাধ্যমে তাদের নেওয়া ভোট বিবেচনায় নেওয়া হয় শতকরা ৯০ ভাগ। বাকি ১০ ভাগ সমর্থকদের ভোট। আইসিসির ওয়েবসাইটে ভোট দিতে পারেন আইসিসির নিবন্ধিত সমর্থকরা।

Comments

The Daily Star  | English

The elephant in the room no one is talking about

Reform of political parties is of urgent need

11h ago