আক্ষেপ মেটানোর অপেক্ষায় ছিলেন শামীম
আগের ম্যাচে পরিস্থিতি ছিল আরও কঠিন। আট নম্বরে নেমে শামীম হোসেন পাটোয়ারি ১৩ বলে ২৯ করলেও দলকে জেতাতে পারেননি। এদিন আরও সহজ পরিস্থিতি পেয়ে দুর্বার হলো তার ব্যাট। ১৫ বলে ৩১ করে দলকে জিতিয়ে আসার তৃপ্তি এই তরুণের চোখেমুখে।
জিম্বাবুয়ের বিপক্ষে আগের ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে পা পড়ে যুব বিশ্বকাপ জয়ী অলরাউন্ডারের। ঘরোয়া ক্রিকেটে মারকাটারি ব্যাটিং দিয়ে আলোয় আসা শামীমের আন্তর্জাতিক শুরুটাও হলো উত্তাল ব্যাটিংয়ে ভরা।
রোববার ১৯৪ রান তাড়ায় সৌম্য সরকারের ফিফটিতে জেতার পথেই ছিল বাংলাদেশ। তবে এসব ম্যাচে শেষটাতেও একটু ভুল করলে ম্যাচ ঘুরে যাওয়ার সুযোগ থাকে।
২৬ বলে বাংলাদেশের যখন দরকার ৪৪ তখন ক্রিজে যান শামীম। পরের কাজটা করেছেন তিনি দারুণভাবে। ৬ বাউন্ডারিতে মাত্র ১৫ বলে ৩১ করে তার হাত ধরেই এসেছে ম্যাচ জেতানো রান।
ম্যাচ শেষে জানালেন, আগের ম্যাচে শেষটা করতে না পারার জ্বালা পোড়াচ্ছিল তাকে, 'অনেক ভালো লাগছে। গত ম্যাচটা আমি শেষ করতে পারিনি। আমার ভেতর একটা খিদে ছিল। ভেবেছিলাম আমি যদি সুযোগ পাই লক্ষ্য থাকবে খেলাটা শেষ করে আসার। কাজেই আমি শেষ করতে পেরেছি।'
আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রথম দুই ইনিংসই ১৩ বলে ২৯, ১৫ বলে ৩১। তবু শামীমের মনে হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট বেশ কঠিন, 'আন্তর্জাতিক ক্রিকেটে অনেক কঠিন। এতদিন অনূর্ধ্ব-১৯ খেলেছি বা ক্লাব খেলেছি তার চেয়ে আন্তর্জাতিক অনেক কঠিন তা বুঝতে পেরেছি এখানে এসে।'
Comments