আফগানিস্তান সিরিজে নতুন মুখ জয়-ইবাদত

বিপিএলের দামামা শেষ না হতেই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের। চলতি মাসের শেষ সপ্তাহে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে টাইগাররা। এ সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন মাহমুদুল হাসান জয় ও ইবাদত হোসেন।
সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকার পুরষ্কার হিসেবে জাতীয় দলে এবার ওয়ানডে স্কোয়াডেও জায়গা করে নিলেন জয়। গত জানুয়ারিতে নিউজিল্যান্ডে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছে তার। সে সিরিজেই দুর্দান্ত বোলিং করা ইবাদতও জায়গা পেয়েছেন ওয়ানডেতে।
এর আগে ওয়ানডে দলে থাকলেও এখনও অভিষেক হয়নি নাসুম আহমেদ ও ইয়াসির আলীর। সবশেষ জিম্বাবুয়ে সিরিজে ছিলেন না এ দুই ক্রিকেটার। আফগানদের বিপক্ষে ফিরেছেন তারা। এবারের বিপিএলে দারুণ ছন্দে থাকার পুরষ্কার পেলেন তারাও। তার সঙ্গে দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্তও।
সবমিলিয়ে সবশেষ জিম্বাবুয়ে সিরিজে খেলা দল থেকে ব্যাপক পরিবর্তনই এসেছে স্কোয়াডে। বাদ পড়েছেন ৭ ক্রিকেটার। মোহাম্মদ নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও রুবেল হোসেন রয়েছেন এ তালিকায়।
সাইফউদ্দিন অবশ্য ইনজুরির কারণে বাদ পড়েছেন। বাকি ছয় খেলোয়াড় আশানুরূপ পারফর্ম করতে না পারায় বাদ পড়েছেন।
আফগানদের মোকাবেলায় স্কোয়াডে আছেন চার জন পেসার। অলরাউন্ডার সাকিব আল হাসান ছাড়া স্কোয়াডে বিশেষজ্ঞ স্পিনার আছেন দুইজন।
আগামী ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। একই মাঠে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি হবে বাকি দুই ওয়ানডে।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী ও মাহমুদুল হাসান জয়।
Comments