আফ্রিদির তোপে সিরিজে সমতা ফেরালো পাকিস্তান

ক্যারিবিয়ানদের প্রথম ইনিংসেই ধস নামিয়ে জয়ের রাস্তাটা তৈরি করে দিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। দ্বিতীয় ইনিংসেও করলেন অসাধারণ বোলিং। তাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রোমাঞ্চকর এক জয় তুলে সিরিজে সমতা এনেছে সফরকারী পাকিস্তান।
কিংস্টনের সাবিনা পার্কে ওয়েস্ট ইন্ডিজকে ১০৯ রানের ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩০২ রান করে ইনিংস ঘোষণার পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৭৬ রান করে ইনিংস ঘোষণা করেছিল দলটি। ক্যারিবিয়ানরা প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ২১৯ রানে।
প্রথম টেস্টে কেমার রোচের ব্যাটে নাটকীয় এক জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টেও এমন কিছু প্রত্যাশা করেছিল সমর্থকরা। কিন্তু চতুর্থ ইনিংসে জয়ের জন্য তাদের লক্ষ্যটা ছিল বেশ বড়। ৩২৯ রানের। চতুর্থ দিন শেষে করেছিল ১ উইকেটে ৪৯ রান।
শেষ দিনে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ১৬ রান তুলতেই নাইটওয়াচম্যান আলজেরি জোসেফকে হারায় দলটি। তখন থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা তারা। ক্যারিবিয়ানদের মিডল অর্ডার ভাঙেন হাসান আলী ও নুমান আলী। আর লেজ ছাঁটাইয়ের কাজটা ভালোভাবেই করেন আফ্রিদি।
ফলে উইন্ডিজের কোনো ব্যাটসম্যানই দায়িত্ব নিতে পারেননি। তবে শেষ দিকে কিছুটা চেষ্টা করেছিলেন সাবেক অধিনায়ক জেসন হোল্ডার। ৮৩ বলে ৪৭ রানের ইনিংসে কেবল হারের ব্যবধানই কমে। ৩৯ রান করে অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। কাইল মেয়ার্সের ব্যাট থেকে আসে ৩২ রান।
পাকিস্তানের পক্ষে ৪৩ রানের খরচায় ৪টি উইকেট তুলে নিয়েছেন আফ্রিদি। প্রথম ইনিংসে পেয়েছিলেন ৬ উইকেট। তাতে ম্যাচ সেরা এবং সিরিজ সেরাও হয়েছেন এ পেসার। এছাড়া নুমান ৩টি ও হাসান ২টি উইকেট নেন।
Comments