আবারও মধ্যাঞ্চলের জয়ের নায়ক মোসাদ্দেক

ব্যাট হাতে নেমে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেওয়ার মূল কৃতিত্বই অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের। এরপর বল হাতেও সামনে থেকে নেতৃত্ব দিয়ে পথ দেখালেন বোলারদের। ফলে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় ম্যাচেও দারুণ জয় পেয়েছে মধ্যাঞ্চল। মোসাদ্দেকের অলরাউন্ড নৈপুণ্যই উত্তরাঞ্চলের বিপক্ষে জয়ে পেয়েছে দলটি।
মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে উত্তরাঞ্চলকে ২৮ রানে হারিয়েছে মধ্যাঞ্চল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৬২ রান সংগ্রহ করে তারা। জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৪ রানের বেশি করতে পারেনি উত্তরাঞ্চল।
লক্ষ্য তাড়ায় শুরুতেই তানজিদ হাসানকে হারায় উত্তরাঞ্চল। এরপর আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনকে নিয়ে ৮৬ রানের দারুণ এক জুটি গড়েন নাঈম হাসান। এরপর অবশ্য ১ রানের ব্যবধানে ২টি উইকেট তুলে ম্যাচে ফেরে মধ্যাঞ্চল। তবে চতুর্থ উইকেটে অধিনায়ক মাহমুদউল্লাহর সঙ্গে ৬৭ রানের আরও একটি দারুণ জুটি গড়ে জয়ের সম্ভাবনা তৈরি করে করে আউট হন নাঈম।
এরপর তরুণ শামিম পাটোয়ারি সঙ্গে দলের হাল ধরেন মাহমুদউল্লাহ। স্কোরবোর্ডে ২৬ রান যোগ করেন তারা। কিন্তু মাহমুদউল্লাহর বিদায়ের পর পাল্টে যায় ম্যাচের চিত্র। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৮ রান দূরেই থামে দলটি।
দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রানের ইনিংস খেলেন নাঈম। ৯৯ বলে ৮টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংস সাজান এ ব্যাটার। ৫৯ বলে ২টি চার ও ১টি ছক্কায় ৪৩ রান করেন মাহমুদউল্লাহ। এছাড়া ইমন ৩০ ও শামিম ২৯ রানের ইনিংস খেলেন।
উত্তরাঞ্চলের পক্ষে ৬ ওভার বল করে ২১ রানের খরচায় ৩টি উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরী। ৭ ওভার বল করে ২৮ রানের বিনিম০য়ে ২টি উইকেট নেন সৌম্য সরকার। ১০ ওভার বল করে ৪১ রান দিয়ে ২টি উইকেট নেন মোসাদ্দেকও।
এর আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে মধ্যাঞ্চল। দলীয় ২১ রানে ওপেনার মিজানুর রহমানকে হারালে দ্বিতীয় উইকেটে আব্দুল মজিদকে ৭৭ রানের দারুণ এক জুটি গড়েন সৌম্য সরকার। এ জুটি ভাঙেন সানজামুল ইসলাম। সৌম্যকে মাহমুদউল্লাহর তালুবন্দি করেন তিনি।
এরপর উইকেটে আসেন সাকিব আল হাসান। নেমে দ্রুত গতিতে রান তুলতে থাকেন তিনি। মজিদের সঙ্গে ৩০ ও অধিনায়ক মোসাদ্দেক হোসেনের সঙ্গে ২৫ রানের জুটি গড়ে মাহমুদউল্লাহর বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন সাকিব। এরপর আল-আমিন জুনিয়রকে নিয়ে দলের হাল ধরেন মোসাদ্দেক। ৮২ রানের জুটি গড়েন তারা। তাতেই লড়াইয়ের পুঁজি মিলে দলটির।
দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন মোসাদ্দেক। ৫৫ বলে ৫টি চারের সাহায্যে নিজের ইনিংস সাজান অধিনায়ক। মজিদের ব্যাট থেকে আসে ৫৩ রান। ৯৬ বলে ২টি চারের সাহায্যে এ রান করেন তিনি। ৩২ বলে ৪টি চারের সাহায্যে ৪৩ রান আসে আল-আমিনের ব্যাট থেকে। ৬০ বলে ৩টি চারের সাহায্যে ৪০ রান করেন সৌম্য। এছাড়া সাকিব করেন ৩৩ রান।
উত্তরাঞ্চলের পক্ষে ১০ ওভার বল করে ৭১ রানের খরচায় ২টি উইকেট নেন শফিকুল ইসলাম।
Comments