'আমরা এখানে মানুষের মুখে হাসি ফোটাতে এসেছি'

প্রথম টেস্টে সহজে হেরে গেলেও দ্বিতীয় টেস্ট কি অসাধারণ প্রত্যাবর্তন শ্রীলঙ্কার। দীনেশ চান্দিমালের ডাবল সেঞ্চুরির পর অভিষিক্ত প্রভাত জয়সুরিয়ার বোলিং বীরত্বে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা আনে দলটি। দ্বীপরাষ্ট্রটির রাজনৈতিক অস্থিরতার এমন সময়ে দেশবাসীর মুখে হাসি ফোটানোয় মূল উদ্দেশ্য বলে জানালেন অধিনায়ক দিমুথ করুনারত্নে।

গলে সোমবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে এসে অস্ট্রেলিয়াকে এক ইনিংস ও ৪ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ১৯০ রানে পিছিয়ে থাকা অজিরা নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৫১ রানেই গুটিয়ে যায়। তাতেই দারুণ জয় মিলে স্বাগতিকদের।

শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে লিড এনে দিতে অসাধারণ ব্যাটিং করেন চান্দিমাল। খেলেন হার না মানা ২০৬ রানের ইনিংস। এরপর বাঁ-হাতি স্পিনার জয়সুরিয়ার ঘূর্ণি। দুই ইনিংসেই ছয়টি করে উইকেট নেন এ স্পিনার। ১২টি উইকেট নিয়ে তাই ম্যাচ জয়ের নায়ক এ তরুণই।

এমন জয়ের পর দারুণ উচ্ছ্বসিত অধিনায়ক করুনারত্নে। সাম্প্রতিক সময়ে নিজদের দুরবস্থার কথা ইঙ্গিতে তুলে বলেন, 'আমরা এখানে মানুষের মুখে হাসি আনতে এসেছি। আমরা কিসের মধ্য দিয়ে যাচ্ছি তা আমি উল্লেখ করতে চাই না। দুর্ভাগ্যবশত আমরা এরমধ্য দিয়ে যাচ্ছি।'

বর্তমানে শ্রীলঙ্কার রাজনৈতিক অবস্থা বেশ সংকটের মধ্যেই যাচ্ছে। শত শত বিক্ষোভকারী শ্রীলঙ্কার রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে গল দুর্গে অবস্থান নিয়েছেন। শনিবার রাষ্ট্রপতির বাসভবনে বিক্ষোভকারীদের একটি বিশাল অংশ আক্রমণ করার কিছুক্ষণ আগে বাড়ি থেকে পালান লঙ্কান রাষ্ট্রপতি।

এদিকে ওপেনিং ব্যাটার পাথুম নিসাঙ্কা সোমবার খেলা শুরু হওয়ার আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাদ পড়েন। গত দুই সপ্তাহে ভাইরাসে সংক্রামিত ষষ্ঠ শ্রীলঙ্কান খেলোয়াড় তিনি। তারপরও টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে শেষে করে স্বাগতিকরা। এর আগে অস্ট্রেলিয়া বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারলেও একদিনের আন্তর্জাতিকে ৩-২ ব্যবধানে জিতেছে তারা।।

Comments