আমাদের কপাল খারাপ, সাকিব প্রসঙ্গে পাপন

ছবি: ফিরোজ আহমেদ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারছেন না সাকিব আল হাসান। দলের শীর্ষ তারকাকে না পাওয়াকে 'কপাল খারাপ' বলে উল্লেখ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গণমাধ্যমের কাছে সাকিব প্রসঙ্গে হতাশা প্রকাশ করেছেন বোর্ড প্রধান।

যুক্তরাষ্ট্র থেকে ছুটি কাটিয়ে দেশে ফেরার পর গতকাল মঙ্গলবার করোনাভাইরাস পরীক্ষায় সাকিবের ফল পজিটিভ আসে। এরপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার প্রথম টেস্ট থেকে ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বিসিবি। বর্তমানে আইসোলেশনে আছেন তিনি।

বাঁহাতি অলরাউন্ডার সাকিবের দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রত্যাশায় আছেন পাপন, 'এটা আমাদের কপাল খারাপ। আমরা এখন দোয়া করছি, সাকিব যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। (মঙ্গলবার) কালকে আমার সঙ্গে কথা হয়েছে। বলেছে, ও এখন ভালো। এ মুহূর্তে ওর কোনো সমস্যা নেই। আমরা কয়েকদিন পর আবার ওর (করোনাভাইরাস পরীক্ষা) করব। আমাদের প্রোটোকল আছে, সে অনুযায়ীই করা হবে। আমরা চাচ্ছি, ও ভালো হয়ে যাক।'

লঙ্কানদের বিপক্ষে সাকিবের অনুপস্থিতিকে দলের জন্য বড় ক্ষতি মনে করছেন তিনি, 'ও না থাকাটা তো অবশ্যই দলের জন্য বড় একটা ধাক্কা। এই কারণে যে শ্রীলঙ্কা অনেক শক্তিশালী দল। এটা তো অস্বীকার করার কিছু নেই। আর টেস্টে তো আমরা অনেক দুর্বল। তো সে কারণে এটা একটা বিরাট সুযোগ ছিল আমাদের এবং এখনও আছে।'

সাকিবের জায়গায় যে খেলবে, তার জন্য নিজেকে মেলে ধরার ভালো সুযোগ দেখছেন বিসিবি সভাপতি, 'দেখা যাক, সাকিবের জায়গায় যে আসবে, সে নিজেকে প্রমাণ করতে পারবে, এটাই আমরা আশা করছি। আমাদের এখানে বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে। তারা যদি (ভালো) খেলতে পারে, তাহলে আমি মনে করি, কোনো দলের সঙ্গেই আমাদের না জেতার কোনো কারণ নেই।'

আগামী ১৫ মে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কা। 

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

3h ago