আরিফুলের সেঞ্চুরির পরও হারল যুবারা

বাংলাদেশের এবারের যুবদলটির কাছে ব্যাটিং যেন এক দুরূহ নাম। বড় প্রতিপক্ষে ইংল্যান্ড, ভারতের পর পাকিস্তানের বিপক্ষে বেরিয়ে এল তা। তবে এবার বাকিদের ব্যর্থতায় দারুণ এক সেঞ্চুরি করলেন আরিফুল ইসলাম। তবু দুইশোর নিচে আটকে থাকা রাকিবুল হাসানের দল পেয়েছে আরেকটি হারের স্বাদ।

অ্যান্টিগায় পঞ্চম স্থান প্লে অফ সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। বাংলাদেশের করা ১৭৬ রান তারা পেরিয়ে গেছে ২১ বল আগেই।

এই হারের ফলে বর্তমান চ্যাম্পিয়নদের পঞ্চম ও ৬ষ্ঠ হওয়াও হলো না।  আগামী বৃহস্পতিবার সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।  ওই দিনই পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে লড়বে পাকিস্তান।

এদিন বাকিদের ভরাডুবির মাঝে একাই লড়াই চালান আরিফুল। ১১৯ বলে ৫ চার, ৪ ছক্কায় তার ব্যাট থেকে আসে ১০০ রান। দল হারলেও ম্যাচ সেরা পুরস্কার জিতে নেন ডানহাতি ব্যাটসম্যান। তিনি ছাড়া আর দুজন পেরুতে পেরেছেন দুই অঙ্ক। ওপেনার ইফতেখার হোসেন করেন ২৫ রান, মেহরুব হাসানের ব্যাট থেকে আসে ১৪ রান।

স্থানীয় সময় সোমবার বিকেলে শুরু হওয়া ব্যাটিং বেছে ২৩ রানেই ৩ উইকেট খুইয়ে বসে বাংলাদেশ। রানের গতিও ছিল বেশ মন্থর। এরপর চতুর্থ উইকেট জুটিতে আসে প্রতিরোধ। ইফতেখারের সঙ্গে ৫০ রান যোগ করেন আরিফুল। ভুল বোঝাবুঝিতে ইফতেখার রান আউটে কাড়া পড়লে ভাঙ্গে এই জুটি। কিপার ব্যাটসম্যান মোহাম্মদ ফাহিম এসেই বিদায় নেন। মেহরুবকে নিয়ে আরেকটি ছোট জুটি পান আরিফুল।

নাঈমুর রহমান, রাকিবুল হাসানরাও সঙ্গে দিতে পারেননি। পরে রিপন মণ্ডলকে এক পাশে রেখে দারুণ সেঞ্চুরি তুলে নেন তিনি।

১৭৬ রান তাড়ায় পাকিস্তানের ওপেনাররাই তুলে ফেলেন ৭৬ রান। খেলা হয়ে যায় সহজ। বাঁহাতি স্পিনার নাঈমুরের বলে ৩৬ করা মোহাম্মদ শেহজাদের বিদায়ে ভাঙ্গে জুটি।

তাতে সমস্যা হয়নি পাকিস্তানের। আরেক ওপেনার হাসিবুল্লাহ- ইরফান খানের সঙ্গে মিলে আনেন ৬৪ রানের আরেক জুটি। হাসিবুল্লাহ করেন ৭৯ রান। রাকিবুল হাসিবুল্লাহ, কাইস আকরামকে ফেরাতে পেরেছিলেন, ইরফানকে করেছিলেন রান আউট। তাতে ম্যাচের ফলে কোন পরিবর্তন হয়নি।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৯.২ ওভারে ১৭৫ (মাহফিজুল ৬, ইফতেখার ২৫, নাবিল ১, আইচ ৪, আরিফুল ১০০, ফাহিম ৫, মেহরব ১৪, নাইমুর ২, রকিবুল ০, রিপন ৭*, তানজিম ০; জিশান ১/২৭, কাসিম০/৩১, আওয়াইস২/৫২, আহমেদ ১/১৯, মেহরান ৩/১৬, আব্বাস ০/১৩, সাদাকাত ০/১৫)

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল: ৪৬.৩ ওভারে ১৭৬/৪ (শেহজাদ ৩৬, হাসিবউল্লাহ ৭৯, ইরফান ২৪, ফাসিহ ২২*, কাইস ১, আব্বাস ৫*; তানজিম ০/২৭, রিপন ০/৩৯, মেহরব ০/৩৯, নাইমুর ১/৩৩, আইচ ০/১৬, রকিবুল ২/২৮, আরিফুল ০/৮)

ফল: পাকিস্তান ৬ উইকেট জয়ী

ম্যান অব দা ম্যাচ: আরিফুল ইসলাম

Comments

The Daily Star  | English
rohingya-migration

Rohingyas fleeing Arakan Army persecution

Amid escalating violence in Myanmar’s Rakhine State, Rohingyas are trespassing into Bangladesh every day, crossing the border allegedly to escape the brutality of Myanmar’s rebel group, the Arakan Army (AA).

6h ago