আরেকটি সেঞ্চুরি হাতছাড়া করলেন খাওয়াজা

Usman Khawaja
ফাইল ছবি

পাকিস্তান সফরটা দারুণ কাটছে উসমান খাওয়াজার। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে তিন রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন তিনি। করাচিতে দ্বিতীয় টেস্টে খেলেন ১৬০ রানের ইনিংস, ওই টেস্টের দ্বিতীয় ইনিংসেও পান রান। এবার লাহোরে শেষ টেস্টেও সেঞ্চুরির কাছে গিয়েছিলেন। কিন্তু নব্বুইর ঘরে আরেকবার পুড়েছেন আক্ষেপে।

লাহোরে তৃতীয় টেস্টের প্রথম দিনে খাওয়াজার ঝলকে ৫ উইকেটে ২৩২ রান তুলেছে অস্ট্রেলিয়া। সাজিদ খানের বলে ফেরার আগে খাওয়াজা করেন ৯১ রান। তার পাশাপাশি রান পেয়েছেন স্টিভেন স্মিথও।

সকালে ব্যাটিং বেছে শাহীন শাহ আফ্রিদির তোপে ৮ রানেই দুই উইকেট হারিয়ে ফেলেছিল সফরকারীরা। ডেভিড ওয়ার্নার ফেরেন ১৩ বলে ৭ করে, কোন রান না করেই কাটা পড়েন মারনাশ লাবুশানে।

এরপর স্মিথ-খাওয়াজা জুটিতে ঘুরে দাঁড়ায় অজিরা। তৃতীয় উইকেটে পরিস্থিতির দাবি বুঝে জমে যান তারা। থিতু হতে নেন অনেক সময়। রান বাড়ে ধীরলয়ে।

পাকিস্তানকে হতাশ করে জুটি পেরিয়ে যায় শতরান। ভীষণ মন্থর ফিফটি করে স্মিথ ফিরলে ভাঙে ১৩৮ রানের এই জুটি। ১৬৯ বলে ৫৯ করা স্মিথকে আউট করেন নাসিম শাহ।

এরপর ট্রেভিস হেডকে নিয়ে ছুটে চলে খাওয়াজার পথ চলা। সেঞ্চুরির দিকে এগুতে থাকেন তিনি। কিন্তু নব্বুই পেরিয়ে যাওয়ার পর অফ স্পিনার সাজিদের বলে স্লিলে ক্যাচ দিয়ে থামতে হয় খাওয়াজাকে। ২১৯ বলের ইনিংসে ৯ চার, ১ ছক্কায় ৯১ করেন তিনি।

দিনের একদম শেষ প্রান্তে ২৬ রান করা হেড শিকার হন নাসিম শাহর। ক্যামেরন গ্রিন ২০ ও অ্যালেক্স ক্যারি ৮ রান নিয়ে ক্রিজে আছেন।

Comments

The Daily Star  | English

Why gold costs more in Bangladesh than in India, Dubai

Gold prices in Bangladesh continue to soar, leaving many to wonder why the precious metal costs more here than in neighbouring India or the global trading hub Dubai.

1h ago