ইংলিশদের হারিয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার

টেস্টে নিজেদের ফিরে পেলেও টি-টোয়েন্টি সংস্করণে সংগ্রাম অব্যাহত রয়েছে ইংল্যান্ডের। ওয়েস্ট ইন্ডিজ থেকে সিরিজে হেরে ফেরার পর ঘরের মাঠে ভারতের কাছেও হারে দলটি। এবার নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজ হারল ইংলিশরা। রিজা হেন্ডরিকস ও এইডেন মার্করামের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় পায় প্রোটিয়ারা।

রোববার সাউদাম্পটনের রোজ বোলে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে ৯০ রানের ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯১ রান করে সফরকারীরা। জবাবে ২০ বল বাকি থাকতে ১০১ রানে গুটিয়ে যায় ইংলিশরা।

লক্ষ্য তাড়ায় দলীয় ২৮ রানে ওপেনিং জুটি ভাঙে ইংল্যান্ডের। প্রোটিয়া বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে তারা। ফলে গড়ে ওঠেনি বলার মতো কোনো জুটি। উল্টো শেষ দিকে তাবরাইজ শামসির ঘূর্ণিতে কুপোকাত হয় দলটি।

দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রানের ইনিংস খেলেন জনি বেয়ারস্টো। ১৭ রান করেন জেসন রয়। দক্ষিণ আফ্রিকার পক্ষে ২৪ রানের খরচায় ৫টি উইকেট পান শামসি। ২টি শিকার কেশভ মহারাজের।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে খালি হাতে বিদায় নেন ওপেনার কুইন্টন ডি কক। এরপর রাইলি রুশোকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়েন হেন্ডরিকস। এ জুটি ভাঙেন মইন আলী। ফেরান রুশোকে। এরপর মার্করামকে নিয়ে দলের হাল ধরেন হেন্ডরিকস। ৮৭ রানের এ জুটি গড়েন এ দুই ব্যাটার। তাতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় দলটি।

দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেন হেন্ডরিকস। ৫০ বলে ৯টি চারের সাহায্যে এ রান করেন তিনি। ৬ বলে ৫টি চারের সাহায্যে ৫১ রান করে অপরাজিত থাকেন মার্করাম। এছাড়া ১৮ বলে ৩১ রান করেন রুশো। ইংল্যান্ডের পক্ষের ২৫ রানের খরচায় ৩টি উইকেট নেন ডেভিড উইলি।

Comments

The Daily Star  | English
Pharmaceutical raw material import dependency Bangladesh

Heavy import reliance leaves pharma industry vulnerable

Despite success, Bangladesh's pharma industry hinges on imported raw materials

14h ago