ইপিএলে শুরুটা ভালো হলো না তামিমের

ছবি: টুইটার

প্রথম দুই ম্যাচে বৃষ্টির কারণে ব্যাটিংয়ের সুযোগ মেলেনি তামিম ইকবালের। তৃতীয় ম্যাচে এসে সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারলেন না তামিম ইকবাল। নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) বাংলাদেশের বাঁহাতি তারকা ওপেনারের শুরুটা হলো না প্রত্যাশামতো। তবে তামিমের ব্যাট না হাসলেও জিতল তার দল ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স।

বুধবার কীর্তিপুরে ইপিএলের ম্যাচে ২৭ বল হাতে রেখে বিরাটনগর ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়েছে ভাইরাহাওয়া। টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৭.৪ ওভারে ৮৯ রানে অলআউট হয় বিরাটনগর। জবাবে ১৫.৩ ওভারে ৪ উইকেট খুইয়ে ৯২ রান তুলে জয়ের বন্দরে নোঙর করে ভাইরাহাওয়া।

সহজ লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে প্রদীপ আইরের সঙ্গে ২৭ রানের জুটি গড়েন তামিম। সাজঘরে ফেরার আগে দ্বিতীয় উইকেটে উপুল থারাঙ্গার সঙ্গে আরও ২৭ রান যোগ করেন তিনি। তবে খুব বেশি স্ট্রাইক পাননি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। রামনরেশ গিরির বলে সুনিত মহারজনের তালুবন্দি হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১২ রান। ১৩ বলের ইনিংসে একটি করে চার-ছক্কা হাঁকান তিনি।

চোট কাটিয়ে ফেরার পর এই ম্যাচ দিয়েই প্রথমবার কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে ব্যাটিং করেন তামিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরি এর আগে বলেছিলেন, তামিমের ইপিএলে খেলা তার চোট থেকে সেরে ওঠার পুনর্বাসন প্রক্রিয়ারই অংশ।

হাঁটুর চোট অনেক দিন ধরেই ভোগাচ্ছে তামিমকে। সেকারণে বাংলাদেশের সবশেষ তিনটি টি-টোয়েন্টি সিরিজে খেলা হয়নি তার। পরবর্তীতে তিনি নিজে থেকে সরে দাঁড়ান বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাওয়ার বিবেচনা থেকেও। ফলে তাকে ছাড়াই ওমান ও সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে মাহমুদউল্লাহর দল।

Comments

The Daily Star  | English

BNP hosts discussion on first anniversary of July uprising

Leaders recall sacrifices, call for unity at Dhaka gathering

16m ago