উইকেট নয়, ব্যাটারদের দায় দেখছেন তামিম

ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার দিনের প্রথম ম্যাচে সে অর্থে তুলতে পারছে না দলগুলো। উইকেট কিছুটা ধীর গতির হওয়ার কারণে কাজটা কঠিন হচ্ছে ব্যাটারদের। অনেকেই উইকেটকে কাঠগড়ায় তুলেছেন। তবে উইকেটের দায় দিতে রাজী নন মিনিস্টার ঢাকার অন্যতম সেরা ব্যাটার তামিম ইকবাল। নিজেরা ভালো ব্যাটিং করতে পারছেন না বলেই এমনটা হচ্ছে বলে মন্তব্য করে এ ওপেনার।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট সানরাইজার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরে গেছে মিনিস্টার ঢাকা। প্রথমে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে মাত্র ১০০ রানে গুটিয়ে যায় ঢাকা। জবাবে ১৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে সিলেট।

মূলত ব্যাটারদের ব্যর্থতায় হারতে হয়েছে ঢাকাকে। শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কোনো জুটিই গড়তে পারেনি দলটি। পারেনি কোনো ব্যাটার এককভাবে দায়িত্ব নিয়ে ভালো কিছু করতে। যারাই সেট হয়েছেন, পারেননি ইনিংস লম্বা করতে। শেষ দিকে রুবেল হোসেন ১২ রান করতে না পারলে একশও হতো না তাদের।

ম্যাচ শেষে হারের কারণ ব্যাখ্যা করে তামিম বলেছেন, 'আমরা ভালো ক্রিকেট খেলছি না, এটাই একটা কারণ। আমার কাছে মনে হয় যে, তিনটা ম্যাচেই, চারটি ম্যাচেই, এমনকি যে ম্যাচ জিতেছি, ওটাও খুব সৌভাগ্যবশত জিতেছি আমরা। এমন নয় যে খুব ভালো ক্রিকেট খেলেছি। হ্যাঁ, আমাদের বোলিং ভালো ছিল, ব্যাটিং তেমন একটা ভালো ছিল না। এটাই কারণ। এর চেয়ে বেশি কিছু নয়।'

উইকেটের দোষ দিতে রাজী নন এ বাঁহাতি ওপেনার। এদিন উইকেট অন্যদিনের তুলনায় ভালো ছিল বলেই মনে করেন তামিম, 'আমরা আসলে ভালো ক্রিকেট খেলছি না। এখানে উইকেট বা অন্য কিছুকে দোষ দিয়ে লাভ নেই। আমার মনে হয় যে, অন্য দিনের তুলনায় অন্যান্য সকালের ম্যাচের তুলনায় উইকেট আজকে বেটার ছিল। আমরা ভালো ব্যাটিং করিনি।'

'অন্য খেলাগুলোয় হয়তো কঠিন ছিল, এটা সত্যি কথা। তবে আজকে সকালে উইকেট অতটা কঠিন ছিল না। অন্তত ১০০ রান করার মতো ছিল না, এতটুকু বলতে পারি। উইকেট ঠিকঠাক ছিল।' -যোগ করেন তামিম।

ব্যাটারদের ভালো না করার কারণও ব্যাখ্যা করেন তিনি, 'ব্যাটিং খারাপ হওয়ার পেছনে কারণ… টি-টোয়েন্টি ফরম্যাটই এরকম যে সবাই সবদিন রান করবে না। সাফল্য কম হবে, ব্যর্থতাই বেশি হবে। তবে যখনই কারও সময় আসে বা কেউ যদি ভালো শুরু পায়, নিশ্চিত করতে হবে যেন খেলাটা যতদূর নিয়ে যাওয়া যায়। আমাদের জুটিই হচ্ছে না, এটিই মূল কারণ।'

চার ম্যাচের তিনটিতে হেরে যাওয়ায় সেরা চারে থাকা কিছুটা কঠিন হয়েই গেল ঢাকার। তামিমও বলছেন এমনটাই, 'এখন সত্যি কথা বলতে, আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। কারণ চার ম্যাচে একটি ম্যাচ জেতা আমাদের। হাতে আছে ছয় ম্যাচ, বেশির ভাগ ম্যাচই আমাদের জিততে হবে। কোয়ালিফাই করতে হলে সম্ভবত পাঁচটি ম্যাচ জিততে হবে। আমাদের তাই ছয় ম্যাচে চারটি জিততে হবে, কঠিন কাজ এটা। তবে অসম্ভব নয়।'

Comments

The Daily Star  | English
tax collection target for IMF loan

Talks with IMF: Consensus likely on exchange rate, revenue issues

The fourth tranche of the instalment was deferred due to disagreements and now talks are going on to release two tranches at once.

11h ago