‘এই ভুল থেকে আমরা শিখতে পারি’

পেস বান্ধব কন্ডিশনে টস জিতে ব্যাট করতে নেমেই চরম বিপদে পড়ে ভারত। জেমস অ্যান্ডারসন শুরুতে টপ অর্ডার ধসিয়ে দেওয়ার পর ওলি রবিনসন, ক্রেইগ ওভারটনরা হয়ে উঠেন আতঙ্ক। মাত্র ৭৮ রানে গুটিয়ে প্রথম দুই সেশনেই টেস্টের লাগাম হাতছাড়া করে ফেলে তারা। চরম এই ব্যাটিং ব্যর্থতাকে অবশ্য খেলার অংশ মনে করে ইতিবাচক থাকছেন রিশভ পান্ত। টসের সিদ্ধান্ত নিয়েও আক্ষেপ নেই তাদের।
বুধবার হেডিংলিতে তৃতীয় টেস্টের প্রথম দিনে ভারত ৭৮ রানে অলআউট হওয়ার পর বিনা উইকেটে ১২০ রান তুলে চালকের আসনে ইংল্যান্ড।
লর্ডসে আগের টেস্ট জিতে উড়তে থাকা ভারতের এভাবে মাটিতে নেমে আসার দিনে কাঠগড়ায় তাদের ব্যাটসম্যানরা। তবে দলের হয়ে কথা বলতে এসে পান্ত জানালেন নিবেদনের ঘাটতি ছিল না তাদের, 'ব্যাটিং ধস খেলারই একটা অংশ। ব্যাটসম্যানরা প্রতিদিনই শতভাগ দিতে চায়, কিন্তু কখনো কখনো সেটি হয়ে উঠে না।'
'সকালের দিকে উইকেট কঠিন ছিল তারাও ভাল জায়গায় বল করেছে। আমরা আরও ভালোভাবে সামলাতে পারতাম। এই ভুল থেকে আমরা শিখতে পারি, যা সামনে কাজে লাগবে।'
পেস বোলারদের জন্য সহায়ক একটা কন্ডিশনে টস জিতে কেন আগে ব্যাটিং নেওয়া হলো? ভারত অল্প রানে গুটিয়ে যাওয়ার পর উঠে এই প্রশ্ন। ব্যাটিং বিপর্যয় হলেও টসের সিদ্ধান্তে কোন ভুল দেখছেন না পান্ত, 'সব সিদ্ধান্তই আসলে দল হিসেবে নেওয়া হয়। আমরা মনে করেছি আগে ব্যাট করব, এই সিদ্ধান্ত তখন ঠিক ছিল। যদি ভাল ব্যাট করতে পারতাম তখন অন্যরকম হতো।'
Comments