এই ম্যাচের উইকেটই ছিল সবচেয়ে কঠিন: মাহমুদউল্লাহ

প্রথম ম্যাচে ১৩১ রান করেও ম্যাচ জিতেছিল বাংলাদেশ, পরেরটিতে অস্ট্রেলিয়াকে ১২১ রানে আটকে পেয়েছিল আরেক জয়। তৃতীয় ম্যাচে ১২৭ রান ডিফেন্ড করেও এসেছিল জয়। তবে আগের ওই তিন ম্যাচের উইকেট থেকেও শনিবার মিরপুরের বাইশগজকে সবচেয়ে কঠিন বলে রায় দিলেন বাংলাদেশ অধিয়ানায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
সিরিজ নিশ্চিত করে নির্ভার হয়ে এই ম্যাচ খেলতে নেমে বাংলাদেশ পার করেছে সিরিজে সবচেয়ে কঠিন সময়। টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ টেনেটুনে করতে পারে মাত্র ১০৪ রান।
রান তাড়ায় তিনে নামা ড্যান ক্রিস্টিয়ান সাকিব আল হাসানকে ইনিংসের চতুর্থ ওভারেই মেরে দিয়েছিলেন ৫ ছক্কা। ওই ওভারে ৩০ রানসহ সাকিব দিয়ে দেন ৪ ওভারে ৫০ রান। বাকি বোলাররা মিলে ১৫ ওভারে দিয়েছেন কেবল ৫৫ রান! বিস্ফোরক ইনিংসে ক্রিস্টিয়ান ১৫ সবচেয়ে ৩৯ করার পরও তাই ১০৫ রান তাড়ায় তবু খেলাটি এক পর্যায়েই হারার শঙ্কাতেও পড়েছিল অজিরা!
ক্রিস্টিয়ান ফিরে যাওয়ার পর ১৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসে তারা। শেষ পর্যন্ত সপ্তম উইকেটে অ্যস্টন অ্যাগার আর অ্যাস্টন টার্নার ৩৪ রানের জুটিতে দলকে উদ্ধার করেন।
ম্যাচ হারার পর বাংলাদেশ অধিনায়ক এসে জানান, শনিবারের উইকেটের কথা, 'এই উইকেট রান তাড়ার জন্য কঠিন। আমরা আসলে আগে ব্যাট করতে গিয়ে উইকেট ঠিকমতো পড়তে পারিনি। এটা বড়জোর ১২০ রানের উইকেট। বোলারদের কৃতিত্ব দিতে হয় তারা খেলাটা ১৯ ওভারে টেনে নিয়ে গেছে। ব্যাটসম্যান হিসেবে আমাদের আরও সতর্ক হওয়া উচিত।'
'আজকের উইকেট আগের সব ম্যাচের তুলনায় কঠিন ছিল।'
Comments