একদিন পরই আফগান দলের সবাই করোনা নেগেটিভ

afganistan Training
সিলেটে অনুশীলনে আফগানিস্তান দল। ছবি: শেখ নাসির

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসা আফগানিস্তান দলের ৮ সদস্যের করোনাভাইরাসে আক্রান্তের খবর এসেছিল। তবে একদিন পরই আরেক দফা পরীক্ষায় সবার ফল নেগেটিভ এসেছে।

বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন এই খবর। তিনি জানান নেগেটিভ ফল আসায় তাদের অনুশীলন করতে কোন বাধা নেই, 'তাদের সবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। কাল থেকেই তারা অনুশীলন করতে পারবে।' একদিনের ব্যবধানে নেগেটিভ আসায় এই চিকিৎসক জানান, প্রথম পরীক্ষার ফল ফলস পজিটিভ এসে থাকতে পারে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে বেশ আগেভাগেই চলে আসে আফগানরা। সিলেট আন্তর্জতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের ব্যবস্থাপনায় ক্যাম্প করছে তারা। মঙ্গলবার সেই ক্যাম্পের মধ্যেই আসে ৮ জনের কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর। তাতে বাংলাদেশের বিপক্ষে সিরিজে দল বানানো নিয়েই শঙ্কা পড়ে যায় সফরকারীরা। একদিনের মধ্যেই সেই শঙ্কা উবে গেল।

২৩ জানুয়ারি  চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে দুই দলের সিরিজ। বাকি দুটি ওয়ানডে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে একই মাঠে। এরপর টি-টোয়েন্টি সিরিজ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ৩ ও ৫ মার্চ অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।

আফগানিস্তান ওয়ানডে দল: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, শহিদ কামাল, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, আজমত ওমরজাই, রশিদ খান, ফজল হক ফারুকি, মুজিব উর রহমান, ইয়ামিন আহমদজাই ও ফরিদ আহমেদ মালিক।

আফগানিস্তান টি-টোয়েন্টি দল: রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, উসমান গনি, দারউইশ রাসুলি, মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, আফসার জাজাই, করিম জানাত, আজমত ওমরজাই, শরফুদ্দিন আশরাফ, রশিদ খান, মুজিব উর রহমান, কাইস আহমেদ, ফজল হক ফারুকি, নিজাত মাসুদ ও ফরিদ আহমেদ মালিক।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

9h ago