একাধিক রদবদলের ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে রোচ

ঘরের মাঠে তুলনামূলক 'ছোট প্রতিপক্ষ' আয়ারল্যান্ডের কাছে হার নাড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ভারত সফরের ওয়ানডে দলে একাধিক বদল এনেছে তারা। বাদ পড়েছেন চারজন। তাদের বদলে অভিজ্ঞ কেমার রোচসহ ফিরেছেনও চারজন।
চলতি মাসে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হারে ক্যারিবিয়ানরা। দলের চরম ভরাডুবি হলেও নেতৃত্বে টিকে গেছেন অধিনায়ক কাইরন পোলার্ড। তবে জায়গা হারিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার রোস্টন চেজ। বাদ পড়েছেন জাস্টিন গ্রিভস, জেডেন সিলস ও ডেভন টমাস।
টেস্টে নিয়মিত হলেও সদা বলের ক্রিকেটে লম্বা সময় ধরে দেখা যাচ্ছিল না রোচকে। ডানহাতি অভিজ্ঞ পেসারকে ফেরানো হয়েছে ওয়ানডে দলে। টি-টোয়ন্টিতে আলো ছড়িয়ে ওয়ানডে দলে এসেছেন ব্র্যান্ডন কিং। বাংলাদেশ সফরে প্রথম সারির অনেক ক্রিকেটার না আসায় ওয়ানডে দলে ছিলেন এনক্রমা বনার। পরে আর ওয়ানডেতে সুযোগ পাননি তিনি। ভারত সফরের ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান ড্যারেন ব্রাভোকেও ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডেতেও নেওয়া হয়েছে অলরাউন্ডার ফ্যাবিয়ান এলেন ও লেগ স্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়রকে।
ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে ভারতের বিপক্ষে ৬,৯ ও ১১ ফেব্রুয়ারি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। আহমেদাবাদে হতে যাওয়া এই সিরিজের জন্য বৃহস্পতিবারই ১৫ জনের দল ঘোষণা করেন প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়া কিংবদন্তি ব্যাটসম্যান ডেসমন্ড হেইন্স।
২০১৯ সালে ভারতের বিপক্ষেই সবশেষ ওয়ানডে খেলেছিলেন রোচ। এরমাঝে লিস্ট-এ ক্রিকেটেও কোন ৫০ ওভারের ম্যাচ খেলা হয়নি তার। ৯২ ওয়ানডের ক্যারিয়ারে ১২৪ উইকেট নেওয়া রোচকে দলের জন্য গুরুত্বপূর্ণ মনে করেছেন নির্বাচকরা।
ওয়েস্ট ইন্ডিজ দল: কাইরন পোলার্ড (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, এনক্রুমা বনার, ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, জেসন হোল্ডার, শেই হোপ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান, কেমার রোচ, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, হেইডেন ওয়ালশ জুনিয়র।
Comments