এক ভোটে জিতে অস্ট্রেলিয়ার বর্ষসেরা স্টার্ক

mitchell starc
মিচেল স্টার্ক। ছবি: এএফপি

হাড্ডাহাড্ডি লড়াই হলো মিচেল স্টার্ক ও মিচেল মার্শের মধ্যে। সাবেক খেলোয়াড়, আম্পায়ার ও গণমাধ্যমের প্রতিনিধিদের ভোটে শেষ পর্যন্ত জিতলেন বাঁহাতি পেসার স্টার্ক। পেস অলরাউন্ডার মার্শকে তিনি হারালেন মাত্র এক ভোটের ব্যবধানে।

অস্ট্রেলিয়ার বর্ষসেরা আন্তর্জাতিক পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন স্টার্ক। অ্যালান বোর্ডার মেডেল জয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে। বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রথমবার এই সম্মাননা পেলেন তিনি। বর্ষসেরা আন্তর্জাতিক নারী ক্রিকেটার নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন অ্যাশলি গার্ডনার। বেলিন্ডা ক্লার্ক মেডেল জয়ী হয়েছেন তিনি। প্রথম আদিবাসী ক্রিকেটার হিসেবে বর্ষসেরার কোনো পুরস্কার জিতলেন তিনি।

শনিবার অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ডসে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসের কারণে এবারও কোনো জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। বরং ক্যানবেরায় চলমান নারী অ্যাশেজ টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতিতে পুরস্কৃত ক্রিকেটারদের নাম জানিয়ে দেওয়া হয়েছে। ২০২১ সালের ২৬ জানুয়ারি থেকে ২০২২ সালের ১৮ জানুয়ারি পর্যন্ত সময়সীমার পারফরম্যান্সকে বিবেচনায় নেওয়া হয়েছে।

ওই ১২ মাস সময়ের মধ্যে সব সংস্করণ মিলিয়ে ৪৩ উইকেট নেন স্টার্ক। যার মধ্যে ১৯টিই ছিল ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ অ্যাশেজে। অ্যালান বোর্ডার মেডেলের ২২ বছরের ইতিহাসে মাত্র পঞ্চম পেসার হিসেবে পুরস্কারটি জিতেছেন স্টার্ক। তিনি পেয়েছেন ১০৭ ভোট। মার্শের বাক্সে পড়েছে ১০৬ ভোট। ট্রাভিস হেড ৭২ ভোট নিয়ে হয়েছেন তৃতীয়।

বর্ষসেরা পুরুষ ওয়ানডে ক্রিকেটারও হয়েছেন স্টার্ক। যদিও বিবেচনাধীন সময়ে এই সংস্করণে মাত্র তিনটি ম্যাচ খেলে অজিরা। জস হ্যাজেলউডকে ২৪ ভোটে হারিয়ে বর্ষসেরা পুরুষ টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মার্শ। তার জয়টা একরকম অনুমিতই ছিল। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শিরোপা জেতায় তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। এর আগে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাট হাতে দারুণ করেন তিনি।

হেড পেয়েছেন বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার। কেবল অ্যাশেজের পাঁচ টেস্টের ভিত্তিতে দেওয়া হয়েছে সম্মাননাটি। কারণ সারা বছর আর কোনো টেস্ট সিরিজ খেলতে পারেনি অস্ট্রেলিয়া। হেড হারিয়েছেন এই সংস্করণে অভিষেকেই সাড়া ফেলে দেওয়া পেসার স্কট বোল্যান্ডকে। মাত্র দুই ভোট কম পেয়েছেন বোল্যান্ড। স্টার্ক হয়েছেন তৃতীয়।

টানা তৃতীয়বার নারীদের ওয়ানডেতে বর্ষসেরা হয়েছেন স্টার্কের জীবনসঙ্গী অ্যালিসা হিলি। টি-টোয়েন্টি সংস্করণের পুরস্কার জিতেছেন বেথ মুনি। ঘরোয়া ক্রিকেটে পুরুষ ক্যাটাগরিতে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন হেড, নারী ক্যাটাগরিতে এলিস ভিলানি।

Comments

The Daily Star  | English
Yunus speech at Earthna Summit 2025 in Doha

No one too poor to dream, no dream too big to achieve: Yunus

He says in his keynote speech at Earthna Summit 2025 in Doha

40m ago