এক ম্যাচ হাতে রেখেই সিরিজ ইংল্যান্ডের

আগের ম্যাচে ছক্কার বৃষ্টির ঝড় তুলে নতুন এক বিশ্বরেকর্ড গড়েন জস বাটলার। সেই বাটলারকে আজ নামতেই হয়নি ব্যাটিংয়ে সতীর্থরাই ইংল্যান্ডকে পৌঁছে দিয়েছেন লক্ষ্যে। তাতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডেতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল দলটি।
রোববার আমসটেলভেনের ভিআরএ গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ডাচদের ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচের পরিধি কমিয়ে আনা ৪১ ওভারে ৭ উইকেটে ২৩৫ রান করে নেদারল্যান্ডস। জবাবে ২৯ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় ইংলিশরা।
লক্ষ্য তাড়ায় অবশ্য দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার জেসন রয় ও ফিল সল্ট। ১৩৯ রানের জুটি গড়েন তারা। এরপর অবশ্য ৩৮ রানের ব্যবধানে এ দুই সেট ব্যাটার সহ চার ইংলিশ ব্যাটারকে ফেরায় নেদারল্যান্ডস। কিন্তু ততোক্ষণে জয়ের ভিত পেয়ে যায় দলটি। এরপর বাকি কাজ মইন আলীকে নিয়ে শেষ করেন ডেভিড মালান।
দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেলেন সল্ট। ৫৪ বলে ৯টি চার মারেন এ ওপেনার। আরেক ওপেনার জেসন করেন ৭৩ রান। ৬০ বলে ১৩টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। এছাড়া মইন ৪২ ও মালান ৩৬ রানে অপরাজিত থাকেন। ৫৫ রানের বিনিময়ে নেদারল্যান্ডসের আরিয়ান দত্ত নেন ২টি উইকেট।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা ডাচদের শুরুটা ভালো হয়নি। দলীয় ৩৬ রানেই তিন উইকেট হারিয়ে ফেলে চাপে পরে তারা। এরপর অবশ্য বাস দি লেডেকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক স্কট এডওয়ার্ড। চতুর্থ উইকেটে ৬১ রানের জুটি গড়েন তারা। এরপর লেডের বিদায়ের পর তেজা নিদামানুরুর সঙ্গে ৭৩ রানের আরও একটি দারুণ জুটি গড়েন অধিনায়ক। তাতেই লড়াইয়ের পুঁজি পায় দলটি।
দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রানের ইনিংস খেলেন অধিনায়ক এডওয়ার্ড। ৭৩ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় এ রান করেন তিনি। এছাড়া লেডে ৩৪, ডি বিক অপরাজিত ৩০ ও নিদামানুরু ২৮ রান করেন। ইংল্যান্ডের পক্ষে ২টি করে উইকেট নেন ডেভিড উইলি ও আদিল রশিদ।
Comments