এতো ভালো উইকেট আশা করেনি নিউজিল্যান্ডও

বরাবরই স্পোর্টিং উইকেটই তৈরি করে থাকে নিউজিল্যান্ড। তাতে ব্যাটাররা যেমন সুবিধা পায়, তেমনি পায় বোলাররাও। তবে মাউন্ট মাঙ্গানুই টেস্টে বেশ সংগ্রাম করতে হয়েছে বোলারদের। উইকেট রীতিমতো ব্যাটিং স্বর্গ। ব্যাটারদের জন্য এতো ভালো উইকেট হবে তা ভাবতে পারেনি খোদ নিউজিল্যান্ডও।

নিউজিল্যান্ডে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে স্পষ্টভাবেই এগিয়ে আছে বাংলাদেশ। ৬ উইকেটে ৪০১ রান করে দিন শেষ করেছে তারা। এরমধ্যেই লিড ছাড়িয়েছে ৭৩ রানের। বাজে কিছু না হলে চতুর্থ দিনে বড় লিডই পেতে যাচ্ছে টাইগাররা। সবমিলিয়ে তাই আরও একটি দারুণ দিনই পার করেছে বাংলাদেশ।

তবে কিছুটা বাউন্সি উইকেট বানালে হয়তো ভুগতে হতো বাংলাদেশকে। অন্তত ইতিহাস তাই বলে। নিউজিল্যান্ডের কন্ডিশনে এর আগে কখনোই সাফল্য পায়নি টাইগাররা। সব সংস্করণের সব ম্যাচই হারতে হয়েছে। মাউন্ট মাঙ্গানুই টেস্টে যে গতিতে আগাচ্ছে তাতে এবার ইতিবাচক কিছু আশা করতেই পারে টাইগাররা। যা অবশ্যই ভালো কিছু নয় কিউইদের জন্য।

তবে এমন উইকেট হওয়ার ইতিবাচক দিকও দেখছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। ম্যাচটিতে দারুণ লড়াই হচ্ছে বলেই মনে করেন তিনি। ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে উইকেট প্রসঙ্গে এ পেসার বলেন, 'আমার মনে হয় এটা দারুণ সুন্দর জিনিস। আমরা হয়তো আশা করিনি এত ভালো উইকেট হবে।'

'আমার মনে হয়েছে রাচিন যেভাবে কয়েক ওভার বল করেছে, এটা আসলে বোলারদের স্মার্ট বোলিংয়ের উপর নির্ভর করে। আমাদের সবচেয়ে শক্তিশালী রেসিপি বের করতে হবে। আমাদের উইকেট পেতে বাধ্য করার কৃতিত্ব বাংলাদেশিদের। তারা খুব সুন্দর খেলেছে। ম্যাচটি বেশ ভালোভাবে সাজানো হয়েছে।' - যোগ করেন বোল্ট।

বাংলাদেশ দলের ব্যাটারদেরও প্রশংসায় মাতেন এ পেসার, 'তারা খুব খুব ভালো খেলেছে। তারা সংকল্পবদ্ধ ছিল। আমাদের ফিরে আসতে এবং স্পেল পর স্পেল বল করতে বাধ্য করেছে। এটাই মূলত টেস্ট ক্রিকেট। উইকেট অবশ্যই বেশ ভালো। আমরা যেভাবে সেখানে ঝুলে ছিলাম, ম্যাচকে খুব বেশি এগিয়ে যেতে দেইনি। শেষ দিকে জোড়া উইকেট পেয়ে ভালো লাগছে।'

তবে আগামীকালের খেলাতেই এ টেস্টের ভাগ্য নির্ধারিত হবে বলে মনে করেন বোল্ট। প্রত্যাশা করছেন শেষ পর্যন্ত দারুণ কিছু করে দেখাবে তার দল, 'আগামীকাল আমাদের জন্য একটি বড় দিন। আশা করছি আমরা শেষ পর্যন্ত এগিয়ে যেতে পারব। দেখে মনে হচ্ছে এই টেস্ট ম্যাচ চূড়ান্ত পর্যায়ে যাবে।'

এ টেস্টে যে কোনো ধরণের ফলাফল হতে পারে বলেই মনে করেন এ পেসার, 'আগামীকাল প্রথম ঘন্টায় ঘণ্টায় হয় তা আমরা দেখব এবং সেখান থেকে নির্ধারিত হবে। বাংলাদেশ একবারই ব্যাট করতে চাইবে। আর বড় স্কোর করতে চাইবে। তারা গত কয়েক দিনের মতোই আমাদের ওপর চাপ সৃষ্টি করতে চাইবে। তিনটি ফলাফলই হতে পারে।'

Comments

The Daily Star  | English

Kuet returns to normalcy after 65 days of unrest

Around 10:00am, only a few police officers were seen patrolling near the main gate

1h ago