এমবাপেকে নিয়েই রিয়ালের মুখোমুখি পিএসজি

অনুশীলনে চোট পেয়েছিলেন কিলিয়ান এমবাপে। তার শারীরিক অবস্থা বুঝতে এরপর অনেকগুলো মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা করা হয়। শুরুতে ধারণা করা হয়েছিল, রিয়াল মাদ্রিদের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবেন না তিনি। তবে শেষ পর্যন্ত সব শঙ্কা উড়িয়ে পিএসজি দলে জায়গা করে নিলেন এই ফরাসি স্ট্রাইকার।
রিয়ালের মুখোমুখি হতে মঙ্গলবার ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পিএসজি। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া দলে এমবাপেকে রেখেছেন ফরাসি ক্লাবটির কোচ মরিসিও পচেত্তিনো। অর্থাৎ পূর্ণশক্তির দল নিয়েই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে খেলতে নামবে প্যারিসিয়ানরা।
আগের দিন দলীয় অনুশীলনে বাঁ পায়ে আঘাত পান বিশ্বকাপজয়ী তারকা এমবাপে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় আঘাতের মাত্রা বুঝতে। ব্রিটিশ গণমাধ্যম গোল ডট কম জানিয়েছে, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তার পায়ে কোনো চিড় ধরা পড়েনি। এদিন সকালে লিওনেল মেসি, নেইমারসহ বাকি সতীর্থদের সঙ্গে স্পেনে গেছেন তিনি।
গত মাসে শেষ ষোলোর প্রথম লেগে নিজেদের মাঠে ১-০ গোলে জিতেছিল পিএসজি। ম্যাচের একদম শেষদিকে ব্যবধান গড়ে দিয়েছিলেন এমবাপে। তাই এগিয়ে থেকেই রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে নামবে ফরাসি লিগ ওয়ানের শীর্ষে থাকা পচেত্তিনোর শিষ্যরা।
আগামীকাল বুধবার দিবাগত রাত ২টায় পরস্পরকে মোকাবিলা করবে রিয়াল ও পিএসজি। সফলতম স্প্যানিশ ক্লাবটির বিপক্ষে হার এড়াতে পারলেই শেষ আটে জায়গা করে নেবেন এমবাপে-মেসি-নেইমাররা।
নিষেধাজ্ঞায় থাকার কারণে লিগ ওয়ানে পিএসজির সবশেষ ম্যাচে খেলতে পারেননি এমবাপে। তার অনুপস্থিতিতে মূল স্ট্রাইকারের ভূমিকায় ছিলেন মেসি। কিন্তু নিকটতম প্রতিদ্বন্দ্বী নিসের মাঠে ১-০ গোলে হেরে যায় পিএসজি। তাই এমবাপেকে দলে পাওয়া নিঃসন্দেহে আনন্দিত করবে আর্জেন্টাইন কোচ পচেত্তিনোকে।
Comments