ওভাল টেস্টের মাঝেই রবি শাস্ত্রী কোভিড পজিটিভ

আগের দিনও তাকে দেখা গেছে ভারতের ড্রেসিং রুমে। রোহিত শর্মার সেঞ্চুরির পর উদযাপন করেছেন দলের সঙ্গে। কিন্তু ওভাল টেস্টের চতুর্থ দিনে খারাপ খবর পেলেন ভারতের কোচ রবি শাস্ত্রী। কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ এসেছেন তিনি। তার সংস্পর্শে থাকা আরও চারজনকে আইসোলেশনে নেওয়া হয়েছে।
এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই বিষয়টি নিশ্চিত করেছে। শাস্ত্রীর কাছাকাছি থাকায় সতর্কতামূলক ভাবে আইসোলেশনে পাঠানো হয়েছে ভারত অরুণ, ফিল্ডিং কোচ শ্রীধর, ফিজিও নিতিন প্যাটেকে।
বিসিসিআই জানায়, তাৎক্ষণিকভাবে তাদের হোটেল রুমে আইসোলেশনে পাঠানো হয়েছে। নিশ্চিত হওয়ার জন্য করা হবে আরেক দফা পিসিআর টেস্ট। এদিকে এই চারজন ছাড়া দলের বাকিদেরও কোভিড-১৯ পরীক্ষা করা হয়। বাকি সবারই ফল নেগেটিভ এসেছে।
ওভালে চতুর্থ টেস্টে বেশ শক্ত অবস্থানে আছে ভারত। ইংল্যান্ডকে বড় লিড দিয়ে টেস্টের নাটাই নিজেদের হাতে রাখতে যাচ্ছে বিরাট কোহলির দল।
Comments