ওয়াইড, নো বলের ক্ষেত্রেও ডিআরএসের দাবি!

বল ছাড়ার আগেই ব্যাটসম্যান রিঙ্কু সিং অনেকটা সরে গিয়ে জায়গা তৈরি করছিলেন, তা দেখে প্রসিধ কৃষ্ণ ওয়াইড লাইনে বল করে তাকে থামাতে চান। কিন্তু ব্যাটসম্যান আগেভাগে শাফল করলেও আম্পায়ার ডাকেন ওয়াইড। এমন অবস্থায় বিস্মিত রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন নিয়ে বসেন কট বিহাইন্ডের রিভিউ!
সোমবার মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১৫৩ রান তাড়ায় তখন ব্যাট করছিল কলকাতা। ১৯তম ওভারে কৃষ্ণের তিনটা বল ওয়াইড ডাকেন আম্পায়ার। এর একটি আউট না জেনেও কট বিহাইন্ডের রিভিউ নেন স্যামসন।
অনেকটা আম্পায়ারের সিদ্ধান্তকে ব্যাঙ্গ করেই তিনি এমনটি নিয়েছেন বলে আলোচনা উঠে। ইসপিএন ক্রিকইনফোর বিশেষজ্ঞ আলোচনায় এসে নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টোরি স্যামসনের সিদ্ধান্ত দেখছেন একধরণের প্রতিবাদ হিসেবে। তার মতে কট বিহাইন্ড, এলবিডব্লিউর মতো ওয়াইড, নো বলের ক্ষেত্রেও রিভিউ চাওয়ার অধিকার থাকা উচিত, 'আমার তো মনে হয় না আউট হয়েছে ভেবে স্যামসন রিভিউ নিয়েছে। এই ধরণের পরিস্থিতিতে (ওয়াইডের ক্ষেত্রেও) ক্রিকেটারদের সিদ্ধান্ত নেওয়ার (ডিআরএস) ক্ষমতা থাকা উচিত।'
'আজকে ম্যাচে হয়ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল না, কলকাতা জিতছিল। কিন্তু অনেকবারই এই ধরণের সিদ্ধান্ত বোলারের বিপক্ষে যেতে দেখি আমরা। কাজেই ক্রিকেটারদের হাতেও ভুল ধরিয়ে দেওয়ার উপায় থাকা উচিত। ডিআরএস তো চালুও হয়েছে ভুল শোধরানোর জন্য।'
এদিন রাজস্থান নিজেদের দুর্ভাগা ভাবতে পারে আরেকটি কারণে। তার ব্যাটিং ইনিংসের শেষে শেমরন হেটমায়ার হালকা শাফল করলেও ওয়াইড লাইনের বল ওয়াইড ডাকেননি আম্পায়ার। কিন্তু তাদের ফিল্ডিংয়ের বেলায় ভিন্ন ঘটনা ঘটায় তীব্র হতাশা জানায় রাজস্থান।
দক্ষিণ আফ্রিকার সাবেক লেগ স্পিনার ইমরান তাহিরও ভেট্টোরির সঙ্গে তাল মিলিয়ে ওয়াইডের ক্ষেত্রেও রিভিউ চাওয়ার অধিকারের পক্ষে কথা বলেছেন, 'কেন নয়? (ডিআরএস ওয়াইডে ব্যবহার)। খেলাটায় তো বোলারদের পথ কম। ব্যাটসম্যানরা যখন চারপাশে মারছে, তখন ওয়াইড ইয়র্কার বা ওয়াইড লেগ ব্রেক করা ছাড়া পথ থাকে না। '
Comments