ওয়ানডের মরে যাওয়া দেখছেন খাওয়াজা

usman khawaja
ছবি: রয়টার্স

বেন স্টোকসের ওয়ানডে থেকে অবসর, টি-টোয়েন্টি লিগের জন্য দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সুপার লিগের পয়েন্ট ছেড়ে দেওয়ার পরই তৈরি হয় আলোচনা। ওয়ানডে ক্রিকেট কি গুরুত্ব হারাচ্ছে? পাকিস্তানকে ১৯৯২ বিশ্বকাপ জেতানো ওয়াসিম আকরাম তো বলে ফেলেন বন্ধই করে দেওয়া উচিত এই সংস্করণ। এবার তার সঙ্গে কণ্ঠ মেলালেন বর্তমান ক্রিকেটার অস্ট্রেলিয়ার উসমান খাওয়াজা।

অজি টপ অর্ডার ব্যাটসম্যান মনে করেন, ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে ৫০ ওভারের ক্রিকেট।

বর্তমান যুগের ক্রিকেটারদের খেলতে হয় তিন সংস্করণে। ঠাসা সূচির কারণে টেস্ট, টি-টোয়েন্টি আর ওয়ানডে চালিয়ে যাওয়া হয় মুশকিল। অনেকে হাঁপিয়ে উঠে যাচ্ছেন বিশ্রামের পথে।

এই অবস্থায় ওয়ানডে ক্রিকেটে প্রাণ দেখছেন না ওয়ানডের অন্যতম সফল পেসার ওয়াসিম। তার সঙ্গে একমত অস্ট্রেলিয়ার খাওয়াজা। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে বললেন সে কথাই, 'আমার ব্যক্তিগত মত হল টেস্ট সবার উপরে। এরপর টি-টোয়েন্টি, পুরো বিশ্বে অনেক ফ্র্যাঞ্চাইজি লিগ আছে। সবই উপভোগ্য। এরপর ওয়ানডে। তৃতীয় অবস্থান। একদম তলানিতে। আমার ধারণা অনেকেই এটা অনুভব করছেন।'

'আমার মনে হয় ওয়ানডে আস্তে আস্তে মরে যাচ্ছে। বিশ্বকাপ অবশ্য আছে যেটা উপভোগ্য। এর বাইরে আমি নিজেও ওয়ানডে নিয়ে খুব একটা আগ্রহী নই।'

খাওয়াজার অনাগ্রহ বোঝা যায় সাম্প্রতিক পরিসংখ্যানেও। ওয়ানডে তিনি সর্বশেষ খেলেছিলেন ২০১৯ সালের বিশ্বকাপে। ২০১৩ সালে এই সংস্করণে অভিষেকের পর ৪০ ম্যাচ খেলে দুই সেঞ্চুরি আর ১২ ফিফটিতে ৪২ গড়ে তার রান ১ হাজার ৫৫৪।

Comments