ওয়ার্নার-লাবুশেনের ব্যাটে অস্ট্রেলিয়ার দিন

অ্যাডিলেড টেস্টের শুরুতেই বড় ধাক্কা খায় অস্ট্রেলিয়া। করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে এসে আইসোলেশনে যেতে হলো নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সকে। তবে তাকে হারালেও পথ হারায়নি অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দিনেই দারুণ অবস্থানে আছে স্বাগতিকরা।
অ্যাশেজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ২ উইকেটে ২২১ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
২০১৮ সালের পর ফের অজিদের নেতৃত্ব দিতে নেমে এদিন টস জিতে নেন স্টিভ স্মিথ। প্রথমে ব্যাট করতে নেমে অবশ্য তাদের শুরুটা ভালো ছিল না। দলীয় ৪ রানেই ওপেনার মার্কাস হ্যারিসকে হারায় অস্ট্রেলিয়া। স্টুয়ার্ট ব্রডের শর্ট বলে পুল করতে গিয়ে উইকেটরক্ষক জস বাটলারের হাতে ক্যাচ তুলে দেন এ ওপেনার।
তবে দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার ডেভিড ওয়ার্নারকে নিয়ে দলের হাল ধরেন মার্নাস লাবুশেন। গোলাপি বলে যেখানে দিনের বেলা কিছুটা ভোগান্তিতে থাকেন ব্যাটাররা, সেখানে দারুণ ব্যাট করতে থাকেন এ দুই ব্যাটার। গড়েন ১৭২ রানের দারুণ এক জুটি।
ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠা এ জুটি ভাঙেন বেন স্টোকস। সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থাকতে ওয়ার্নারকে ফেরান তিনি। অফস্টাম্পের বাইরে রাখা বলে ড্রাইভ করতে গিয়ে এ ওপেনার কভারে ধরা পড়েন ব্রডের হাতে। আগের টেস্টেও নার্ভাস নাইন্টিজের স্বীকার হন তিনি। ১৬৭ বলে ১১টি চারের সাহায্যে ৯৫ রান করেন এ ওপেনার।
ওয়ার্নার সেঞ্চুরি মিস করলেও অপরাজিত থেকেই দিন শেষ করেছেন লাবুশেন। দারুণ এক ধৈর্যশীল ইনিংস খেলে ৯৫ রানে অপরাজিত আছেন তিনি। ২৭৫ বলে ৭টি চারের সাহায্যে এ রান করেন তিনি। তবে দুটি জীবন পেয়েছেন এ ব্যাটার।
ব্যক্তিগত ২১ রানে প্রথমবার জীবন পান স্টোকসের বলে। উইকেটের পেছনে সহজ ক্যাচ লুফে নিতে পারেননি বাটলার। দিনের শেষ বেলাতেও ফের তার সহজ ক্যাচ ছেড়ে দেন এ উইকেটরক্ষক। তাতে হতাশাময় দিনই শেষ করে ইংল্যান্ড।
লাবুশেনের সঙ্গে উইকেটে অপরাজিত আছেন স্মিথ। ৭১ বল মোকাবেলা করে তিনি করেছেন ১৮ রান। ইংল্যান্ডের পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন ব্রড ও স্টোকস।
Comments