ওয়ার্নের মহাপ্রয়াণে শোকাতুর বাংলাদেশের ক্রিকেট অঙ্গন

বল হাতে ব্যাটারদের ব্যাটকে ফাঁকি দিতে পেরেছেন কতো সহজেই। কিন্তু মৃত্যুকে ফাঁকি দিতে পারলেন না কিংবদন্তি শেন ওয়ার্ন। মাত্র ৫২ বছর বয়সেই সম্ভাব্য হৃদরোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নিয়েছেন। তার অকাল মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা ক্রিকেট বিশ্ব। শোক ছেয়ে গেছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনেও। সামাজিক মাধ্যমে দেশের সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটারই জানাচ্ছেন শোক বার্তা।
ক্রিকেট ক্যারিয়ারে একবারই বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছিলেন শেন ওয়ার্ন। বাংলাদেশের মাটিতে সময়টা অবশ্য খুব একটা ভালো যায়নি তার। এক ইনিংসে তো শতাধিক রান খরচ করে থেকেছেন উইকেটশূন্য। বাংলাদেশের সাবেক ওপেনার শাহরিয়ার নাফীসের ব্যাটে মূলত সেই দিনটি বাজে গিয়েছিল এ কিংবদন্তির।
ওয়ার্নের মহাপ্রয়াণে যেন রীতিমতো স্তব্ধ নাফীস। ডেইলিস্টারের সঙ্গে আলাপকালে বললেন, 'আমার স্বপ্ন ছিল ওয়ার্নের বিপক্ষে খেলার। তার বিপক্ষে রান করার সৌভাগ্য হয়েছিল আমার যখন আমি ফতুল্লা টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছিলাম। আমি তার বলে আউটও হয়েছিলাম। সর্বোপরি, তিনি বিশ্বের সেরা লেগ স্পিনার। আমি তার মৃত্যুর খবরটি এখনও বিশ্বাস করতে পারছি না। আমি হতবাক।'
সেই ম্যাচে খেলেছিলেন মোহাম্মদ আশরাফুলও। কিংবদন্তির বিদায়ে ক্রিকেট বিশ্বের অপূরণীয় ক্ষতি দেখছেন সাবেক অধিনায়ক, 'ওয়ার্ন ছিলেন সারা বিশ্বের লেগ স্পিনারদের জন্য রোল মডেল। নেতা হিসেবেও তিনি ছিলেন অসাধারণ। তার বিপক্ষে খেলার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এক কথায় তিনি একজন কিংবদন্তি। তার মৃত্যু বিশ্ব ক্রিকেটের জন্য বিরাট ক্ষতি।'
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, 'খবরটা শুনে হতবাক হয়ে গেলাম, বিশ্বাস করতে কষ্ট হচ্ছিলো! সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটারদের মধ্যে তিনি অন্যতম -তিনি একজন জাদুকর, প্রতিভার ভান্ডার! সে যখন তার বল ছাড়ার আগে একটু বিরতি নিতো, তখন ক্রিকেটপ্রেমীদেরও অপেক্ষা শুরু হতো আরেকটা যাদু দেখার জন্য। আর দেখা হবে না সেই যাদু। পৃথিবী থেকে হারিয়ে গেলেন আরেকজন 'জাদুকর'। ওপারে ভালো থাকবেন, ওয়ার্ন!'
শোকাহত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, 'ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার শেন ওয়ার্নের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার, বন্ধু ও সকল ভক্তদের প্রতি থাকলো আমার আন্তরিক সমবেদনা। যতদিন ক্রিকেট থাকবে আমাদের হৃদয়ে, এই কিংবদন্তি লেগস্পিনারও থাকবেন আমাদের হৃদয়ে।'
বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমও ওয়ার্নের মৃত্যু সংবাদে স্তব্ধ, শেন ওয়ার্ন আর নেই এমন খবর শুনে স্তব্ধ। শান্তিতে থাকুন কিংবদন্তি। খুব দ্রুতই চলে গেলেন…।'
ওয়ানডে সংস্করণের অধিনায়ক তামিম ইকবালও শোক প্রকাশ করেছেন, 'একজন কিংবদন্তির বিদায়। শেন ওয়ার্ন, এই খেলাটার অন্যতম শ্রেষ্ঠ বোলার।'
বিশ্বাস করতে পারছেন না কাটারমাস্টার মোস্তাফিজুর রহমানও, 'শেন ওয়ার্নের দুঃখজনক খবর শুনে বিধ্বস্ত। আমি সম্পূর্ণ হতবাক এবং এটা বিশ্বাস করতে পারছি না।'
হৃদয়ভাঙা সংবাদে বিধ্বস্ত আরেক উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসও, 'ক্রিকেট ভক্তদের জন্য হৃদয়ভাঙা খবর। আপনাকে সবাই মিস করবে কিংবদন্তি। শান্তিতে ঘুমান।'
মহাতারকার অকাল প্রয়াণে তার আত্মার শান্তি কামনা করেছেন সৌম্য সরকার, 'শান্তিতে থাকুন কিংবদন্তি।'
পেসার রুবেল হোসেনও শোকাহত, 'লেগ স্পিনের রাজা! অন্যতম সেরা লেগ স্পিন বোলার। শান্তিতে থাকুন কিংবদন্তি।'
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা বিভাগের চেয়ারম্যান ও সাবেক ক্রিকেটার জালাল ইউনুস লিখেছেন, 'ক্রিকেট জগতের এক ভয়ানক ক্ষতি। দুই কিংবদন্তি রডনি মার্শ এবং শেন ওয়ার্নের দুঃখজনক মৃত্যু। তাদের শোকস্তব্ধ পরিবারের প্রতি গভীর সমবেদনা। ঈশ্বর তাদের চির বিশ্রাম দিন।'
Comments