কিংবদন্তি ওয়ার্নের মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব

হুট করেই গোটা বিশ্বকে স্তব্ধ করে আসে সংবাদটা। অস্ট্রেলিয়ান কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন আর নেই। মাত্র ৫২ বছর বয়সে তার চিরবিদায় যেন মেনে নিতে পারছেন না কেউই। শোকের ছায়া নেমেছে ক্রিকেট বিশ্বে। সাবেক ও বর্তমান প্রায় সব ক্রিকেটারই শোক প্রকাশ করছেন সামাজিকমাধ্যমে।

খেলার মাঠে ওয়ার্নের সঙ্গে যার দ্বৈরথ ছিল ঐতিহাসিক, সেই ভারতীয় কিংবদন্তি শচিন টেন্ডুলকারকে ভীষণভাবে পীড়িত করেছে ওয়ার্নের এই চিরবিদায়, 'শোকাহত, হতবাক ও পীড়িত 

তোমাকে মিস করব ওয়ার্নি। খেলার মাঠে ও বাইরে কখনই নির্জীব মুহুর্ত ছিল না। আমাদের মাঠের ভেতরের দ্বৈরথ ও মাঠের বাইরের ঠাট্টাকে সব সময় খুঁজব। ভারতের কাছে তোমার সব সময় একটা বিশেষ জায়গা ছিল। ভারতীয়দের জন্যও তোমার একটা বিশেষ জায়গা ছিল।  

এত কম বয়েসে চলে গেলে!'

ওয়ার্নের সময়ের আরেক কিংবদন্তি ক্যারিবিয়ান ব্রায়ান চার্লস লারা বন্ধু বিদায়ের খবর শুনে বাকরুদ্ধ,  'হৃদয়ভাঙ্গা ও বাকরুদ্ধ। আমি আসলেই বুঝতে পারছি না পরিস্থিতিটাকে কীভাবে ব্যাখ্যা করব। আমার বন্ধু চলে গেছে। আমরা আমাদের সময়ের অন্যতম শ্রেষ্ঠ ক্রীড়াবিদকে হারিয়েছি। তার পরিবারকে আমার সমাবেদনা। শান্তিতে ঘুমাও ওয়ার্নি, তোমাকে মিস করব।'  

ওয়ার্নের দীর্ঘদিনের সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট শোক জানিয়ে লিখেছেন, 'আমার গোটা ক্যারিয়ারের হাইলাইটস ওয়ার্নের বলে কিপিং করা। সেরা আসনটায় বসে শিল্পীর কাজ দেখেছি।'

এমন অকাল মৃত্যুতে রীতিমতো ভাষা হারিয়ে ফেলেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, 'আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলেছি। এটি অত্যন্ত দুঃখজনক। আমাদের খেলার একজন সত্যিকার কিংবদন্তি এবং চ্যাম্পিয়ন আমাদের ছেড়ে চলে গেলেন। শান্তিতে থাকুন শেন ওয়ার্ন...এখনও বিশ্বাস করতে পারছি না।'

পাকিস্তান অধিনায়ক বাবর আজম তো বিশ্বাসই করতে পারছেন না, 'এটা বিশ্বাস করা খুবই কঠিন। ক্রিকেট বিশ্বের জন্য বিধ্বংসী এক ক্ষতি। তিনি আক্ষরিক অর্থেই তার জাদুকরী লেগ স্পিন দিয়ে প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। আপনাকে সবসময় মিস করবে শেন ওয়ার্ন। তার পরিবার, বন্ধু এবং ভক্তদের জন্য সমবেদনা ও প্রার্থনা।'

এদিনই শততম টেস্ট খেলতে নামা ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিও ভাষাহীন,  'জীবন এত অস্থির ও অনিশ্চিত। আমি কোনভাবেই আমাদের খেলাটার কিংবদন্তির চলে যাওয়া নিয়ে কিছু বলতে পারছি না, যাকে আমি মাঠের বাইরেও চিনতাম। শান্তিতে ঘুমান সর্বকালের সেরা।'

সময়ের অন্যতম সেরা পেসার শাহিন শাহ আফ্রিদিও সামিল শোকের মিছিলে, 'জীবন এত অনিশ্চিত। ক্রিকেট অবশ্যই আপনার উপস্থিতি মিস করবে। তার পরিবার এবং বন্ধুদের জন্য সমবেদনা। আপনি সবার প্রার্থনায় থাকবেন।'

ওয়ার্নের সময়ে সেরা পেসারদের একজন পাকিস্তানের ওয়াসিম আকরাম শোক প্রকাশ করেছেন বন্ধুর মৃত্যুতে, 'আমার বন্ধু ওয়ার্নির আকস্মিক মৃত্যুর কথা শুনে আমি মর্মাহত এবং অত্যন্ত দুঃখিত... সে সর্বদা সংস্পর্শেই ছিল এবং সবসময় সাহায্যকারী ছিল... একজন আইকনিক বোলার ছাড়াও সে একজন দুর্দান্ত বিনোদনকারীও ছিলেন... তার পরিবার এবং বন্ধুদের প্রতি আমার সমবেদনা... শান্তিতে থাকো আমার বন্ধু।'

হৃদয় ভেঙে গেছে সে সময়ের আরেক পেসার ওয়াকার ইউনুসেরও, 'আমি স্তব্ধ এবং ছিন্নভিন্ন। আমি এটা শুনে বিশ্বাস করতে পারছি না। আমাদের ক্রিকেট অঙ্গনের জন্য খুবই দুঃখজনক দিন। আমার প্রজন্মের সবচেয়ে বড় সুপারস্টার চলে গেলেন। বিদায় কিংবদন্তি শেন ওয়ার্ন। শান্তিতে থাকুন। পরিবার এবং বন্ধুদের সমবেদনা।'

শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারাও বিশ্বাস করতে পারছেন এ সংবাদ, 'কিংবদন্তি ও বন্ধু শেন ওয়ার্নের কথা শুনে একেবারে স্তব্ধ ও হতবাক। বিশ্বাসই করতে পারছি না।'

পাকিস্তানের আরেক পেসার শোয়েব আক্তার মর্মাহত, 'মাত্রই কিংবদন্তি শেন ওয়ার্নের আকস্মিক মৃত্যুর খবর শুনলাম। কোন শব্দেই বোঝাতে পারছিনা কতটা শোকবিহবল আমি। কী কিংবদন্তি, কী মানুষ, কী ক্রিকেটার!

ইংলিশ ক্রিকেটার ইয়ান বেলও শোক প্রকাশ করেছেন, 'কোন শব্দ নেই। বেড়ে উঠার সময়ের এক হিরো। বিপক্ষে খেলা শ্রেষ্ঠ এক খেলোয়াড়। বিশ্বাস করতে পারছি না। তার প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা।'

ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ ঘোর কাটিয়ে উঠতে পারছেন না,'বিশ্বাস করতে পারছি না। একজন শ্রেষ্ঠ স্পিনার। সুপারস্টার শেন ওয়ার্ন আর নেই। জীবন খুব ঠুনকো। কিন্তু অনুধাবন করা খুব কঠিন। তার পরিবার, বন্ধু ও সারাবিশ্বে ছড়িয়ে থাকা ভক্তদের প্রতি আমার ভালোবাসা।'

তরুণ লেগস্পিনার শাদাব খানও পারছেন না বিশ্বাস করতে, 'হৃদয়ভাঙ্গা খবর। শান্তিতে ঘুমান কিংবদন্তি। ক্রিকেট শুরু করার সময়টায় তাকে আমি টিভিতে উইকেট নিতে দেখতাম। তখন আমি লেগ স্পিনার হওয়ার সিদ্ধান্ত নেই। শোক জানানোর কোন ভাষা পাচ্ছি না। তার পরিবারের জন্য প্রার্থনা।'

ধারাভাষ্য কক্ষে ওয়ার্নের অনেক সময়ের সতীর্থ হার্শা ভোগলেও ভাষা হারিয়ে ফেলেছেন, 'আমি যন্ত্রনায় ভুগছি। আমার কোন ভাষা নেই, শব্দ নেই। আমি খুব ভাগ্যবান যে তাকে চিনতাম। জাদু চিরকালই রয়ে যাবে।'

Comments