ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে নেই গেইল

জ্যামাইকায় ঘরের দর্শকের সামনে খেলে ক্যারিয়ারের ইতি টানতে চান ক্রিস গেইল। তবে সে ইচ্ছা আপাতত পূর্ণ হচ্ছে না তার। আয়ারল্যান্ডের বিপক্ষে এক টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের ওয়েস্ট ইন্ডিজ দলে নেই এ ক্যারিবিয়ান তারকা। নেই ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এ দলে না রাখলেও পরবর্তীতে গেইলের জন্য বিদায়ী ম্যাচের আয়োজন করবে তারা। এ প্রসঙ্গে ক্রিকেট বোর্ডের প্রধান রিকি স্কেরিট বলেছেন, 'জামাইকা ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে গেইলের অনেক অবদান রয়েছে। তাই সমর্থকদের ভালবাসার মধ্যেই ওর অবসর নেওয়া উচিত। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ওর জন্য সঠিক ভাবে অবসরের পরিকল্পনা করবে। সেটা গেইলেরও ভালো লাগবে।'
পাকিস্তান সফরে না যাওয়া অধিনায়ক কাইরন পোলার্ড ফিরেছেন। ফিরেছেন অলরাউন্ডার জেসন হোল্ডার। বিগ ব্যাশে খেলতে যাওয়ায় নেই অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এছাড়া কোভিড পজিটিভ হওয়ায় নেই এভিন লুইসও।
আইরিশদের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে ক্যারিবিয়ানরা। ৮, ১১ ও ১৪ জানুয়ারি হবে ওয়ানডে সিরিজ। একমাত্র টি-টোয়েন্টি ১৬ জানুয়ারি। সব ম্যাচই জামাইকায়। এরপর ইংলিশদের বিপক্ষে খেলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এ সিরিজের ম্যাচগুলো হবে ২২, ২৩, ২৬, ২৯ ও ৩০ জানুয়ারি। এ সিরিজের সব ম্যাচ হবে বার্বাডোজে।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড
কাইরন পোলার্ড (অধিনায়ক), শেই হোপ, শামার ব্রুকস, রোস্টন চেইস, জাস্টিন গ্রিভস, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, গুডাকেশ মোটি, জেডেন সিলস, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, ডেভন টমাস।
রিজার্ভ: কিসি কার্টি, শেলডন কটরেল।
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি স্কোয়াড
কাইরন পোলার্ড, নিকোলাস পুরান, ফ্যাবিয়ান অ্যালেন (শুধু ইংল্যান্ডের বিপক্ষে), ড্যারেন ব্রাভো (শুধু ইংল্যান্ডের বিপক্ষে), রোস্টন চেইস, শেলডন কটরেল, ডমিনিক ড্রেকস, শেই হোপ, আকিল হোসেন, জেসন হোল্ডার, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, রভম্যান পাওয়েল, রোমারও শেফার্ড, ওডিন স্মিথ, হেইডেন ওয়ালশ জুনিয়র।
রিজার্ভ: জেডেন সিলস, আলজারি জোসেফ, ডেভন টমাস।
Comments