ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে থাকছেন বিজয়

anamul Haque Bijoy
এনামুল হক বিজয়।

সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে রানের বন্যা বইয়ে দিয়ে বিশ্ব রেকর্ড গড়েন এনামুল হক বিজয়। ব্যাট হাতে অমন দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেতে যাচ্ছেন এই ডানহাতি ওপেনার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সামনের সফরের দলে থাকছেন তিনি।

মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বিজয়ের স্কোয়াডে থাকার নিশ্চয়তা দিয়েছেন। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা পাচ্ছেন তিনি।

আগামী জুনে টাইগাররা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। লম্বা সফরে সেখানে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা। 

বিজয়ের দলে থাকার প্রসঙ্গে জালাল গণমাধ্যমকে বলেছেন, 'বিজয় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আছে। টি-টোয়েন্টি ও ওডিআই সিরিজে থাকবে। এটা নির্বাচকদের ব্যাপার। তারপরও আমার মনে হয়, তারা বিবেচনা করছে। নিশ্চিতভাবে বিজয় টি-টোয়েন্টি আর ওডিআই দলে থাকছে।'

লিস্ট 'এ' স্বীকৃতি পাওয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড বিজয় গড়েন গত মাসে। ১৫ ম্যাচে ৮১.২৫ গড়ে ১১৩৮ রান আসে তার উইলো থেকে। লিস্ট 'এ' স্বীকৃতি পাওয়ার পর প্রথম ব্যাটার হিসেবে প্রিমিয়ার লিগে হাজার রানের কীর্তি গড়েন তিনি।

বাংলাদেশে তো বটেই, লিস্ট 'এ' ক্রিকেটের ইতিহাসে বিজয়ই প্রথম ব্যাটার যিনি কোনো আসরে স্পর্শ করেছেন এক হাজার রান। কীর্তি গড়ার পথে তিনি ছাড়িয়ে যান অস্ট্রেলিয়ার টম মুডিকে। ৩১ বছর আগে ১৯৯১ সালে ইংলিশ কাউন্টি দল ওয়ারউইকশায়ারের হয়ে সানডে লিগে ১৫ ম্যাচে মুডি করেছিলেন ৯১৭ রান।

প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে আলো ছড়ানোয় শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশের স্কোয়াডেও ডাক পেয়েছিলেন বিজয়। তবে সাভারের বিকেএসপিতে প্রবল বৃষ্টির বাগড়ায় ভেসে যায় দুদিনের ওই ম্যাচ।

২০১২ সালের নভেম্বরে ওয়ানডে দিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছিল বিজয়ের। আন্তর্জাতিক মঞ্চে তার শেষ ম্যাচ ছিল ২০১৯ সালের জুলাইতে। শ্রীলঙ্কার বিপক্ষে ওই ওয়ানডেতে ২৪ বলে ১৪ রান করে আউট হয়েছিলেন তিনি। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৪ টেস্ট, ৩৮ ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

Comments

The Daily Star  | English

Over 100 injured in overnight clashes between CU students, locals

More than 100 students were injured, with about 20 in critical condition sent to Chattogram Medical College Hospital

7m ago