করোনার হানায় টস হয়েও স্থগিত উইন্ডিজ-অস্ট্রেলিয়া ম্যাচ
খেলা শুরু হতে তখন কয়েক মুহূর্ত বাকি। টসও হয়ে গেছে। কিন্তু তখনই জানা যায় একজনের শরীরে কোভিড-১৯ পজিটিভ এসেছেন। তাতেই স্থগিত হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।
টস জিতে এদিন ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। দুই দলের স্কোয়াডও দেওয়া হয়ে। তাতে রিলে মেরেডিথকে ওয়ানডে অভিষেকের ক্যাপও দিয়েছিল অজিরা। কিন্তু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে অপেক্ষা বাড়ল এ অজি পেসারের।
এক বিবৃতিতে বৃহস্পতিবার ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিআইডাব্লিউ) জানিয়েছে, 'একজন কোভিড-১৯ পজিটিভ আসায় ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ স্থগিত করা হয়েছে। তবে কোভিড-১৯ পজিটিভ হওয়া ব্যক্তি খেলোয়াড় নন।'
তবে তার পরিচয় জানানো হয়নি। আর এ সংবাদ আসার পরই দুই দলের খেলোয়াড়সহ ম্যাচ অফিশিয়াল ও টিভি ক্র'দের টিম হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে। নতুন করে ফের তাদের কোভিড-১৯ পরীক্ষা হবে। সেখানে সবার নেগেটিভ ফল না আসা পর্যন্ত আইসোলেশনেই থাকতে হবে তাদের।
আর পরীক্ষায় সবার ফল নেগেটিভ এলেই ম্যাচটির নতুন সময়সূচি নির্ধারিত হবে বলে জানিয়েছে সিআইডাব্লিউ। সূচি অনুযায়ী, আগামী শনিবার তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে নামার কথা রয়েছে দলদুটির।
এদিকে, আগামী বৃহস্পতিবার ঢাকায় পা রাখার কথা রয়েছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসার কথা দলটির। প্রথম ম্যাচটি হওয়ার কথা আগামী ৩ অগাস্ট।
Comments