করোনামুক্ত হলেন মোস্তাফিজের সতীর্থরা
হঠাৎ করেই করোনাভাইরাস জেঁকে বসে দিল্লি ক্যাপিটালস শিবিরে। দলের দুই বিদেশি ক্রিকেট মিচেল মার্শ ও টিম সেইফার্ট সহ দলের আরও চার সদস্য আক্রান্ত হন এ ভাইরাসে। তবে শেষ পর্যন্ত করোনা থেকে মুক্ত হয়েছেন তারা। তাতে স্বস্তি ফিরেছে দলটির।
আজ বৃহস্পতিবার রাতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামছে দিল্লি। এ ম্যাচের জন্য দলের সঙ্গে যোগ দিয়েছেন দুই বিদেশি তারকা মার্শ ও সেইফার্ট। নাইটদের বিরুদ্ধে মাঠে নামার আগে সামাজিকমাধ্যমে বিষয়টি জানিয়েছে দিল্লি ক্যাপিটালস।
এ দুই ক্রিকেটার সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে জানায় দলটি। একই সঙ্গে তাদের অনুশীলনের একটি ভিডিও পোস্ট করে তারা। তবে এদিন ম্যাচে তাদের জায়গা হবে কি-না এমন কিছু জানায়নি দিল্লি।
খেলোয়াড়দের মধ্যে সবার আগে করোনায় আক্রান্ত হন মিচেল মার্শ। পরে আক্রান্ত হন সেইফার্টও। পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে আগের দিন তাই কোয়ারেন্টিনে চলে যেতে হয়েছিল মোস্তাফিজুর রহমান সহ দলের সব সদস্যদের।
তবে পিসিআর টেস্টে নেগেটিভ থাকায় শেষ পর্যন্ত মাঠে নামতে পারেন তারা। যদিও পুণে থেকে পঞ্জাব কিংসের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের সেই ম্যাচ স্থানান্তরিত করা হয়েছিল মুম্বাইতে। দিল্লি শিবিরে কোভিডের প্রাদুর্ভাবের পরেই এমন সিদ্ধান্ত নেয় বিসিসিআই।
এদিকে মাঝে হুট করে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় কিছুটা শঙ্কার মুখে পড়েছিল আইপিএল। তৈরি হয়েছিল নানা বিতর্ক ও নানা সংশয়। গতবারের স্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছিল সবাইকেই। তবে শেষ পর্যন্ত এর প্রকোপ কমেছে। যে হারে খেলোয়াড়রা আক্রান্ত হয়েছিলেন সে গতি আর নেই দলগুলোতে।
২০২১ সালের আইপিএল চলাকালীন সময়ে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ায় স্থগিত করে দিতে হয়েছিল টুর্নামেন্টটি। পরে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে গিয়ে টুর্নামেন্ট শেষ করতে হয়েছিল তাদের। তবে এবার তেমন পরিস্থিতিতে পড়তে হচ্ছে না বলেই মনে হচ্ছে।
Comments