কলকাতার কাছে উড়ে গেল কোহলির দল

ব্যাট করার জন্য বেশ ভালো উইকেটে ব্যাটিং নিয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় কন্ডিশনের একদম বিপরীত চিত্র তুলে ধরল তার দল। কলকাতা নাইট রাইডার্সের তিন পেসার প্রসিদ কৃষ্ণ, লুগি ফার্গুসেন, আন্দ্রে রাসেলদের ঝাঁজের সঙ্গে জ্বলে উঠেন রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীও। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তাই ছুঁতে পারল না তিন অঙ্কও। মামুলি লক্ষ্যে কলকাতার দুই ওপেনারই তুড়ি মেরে উড়িয়ে দিন সব হিসেব নিকেশ।
সোমবার আবুধাবিতে বেঙ্গালুরু অলআউট হয়ে যায় মাত্র ৯২ রানে। পুরো ৬০ বল হাতে রেখে ওই রান তুলে ৯ উইকেটে জিতেছে কলকাতা। এই নিয়ে ৮ ম্যাচে তৃতীয় জয় পেল তারা।
দলকে জিতিয়ে ২৭ বলে ৪১ করে অপরাজিত থাকেন অভিষিক্ত ওপেনার ভেঙ্কেটেশ আইয়ার। শুভমান গিল করে যান ৩৪ বলে ৪৮ রান।
বিশাল জয়ে দলের অবশ্য কলকাতার বোলাররাই রাখলেন মুখ্য ভূমিকা। ৩ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন রাসেল। ৪ ওভারে ১৩ রানে ৩ উইকেট পান বরুণ। ফার্গুসেন ২৪ রানে নেন ২ উইকেট, সমান রান দিয়ে প্রসিদ পান কোহলির উইকেট।
ইনিংসের দ্বিতীয় ওভারে প্রসিদের বলে কোহলি এলবিডব্লিউ হয়ে ফিরে গিয়েছিলেন তবু শুরুটা মন্দ ছিল না বেঙ্গালুরুর। পাওয়ার প্লের শেষ বলে আরেক উইকেট হারানোর আগে ৪১ রান উঠে গিয়েছিল বোর্ডে। কিন্তু এরপরই পথ হারায় তারা। ফার্গুসেনের পেসে পরাস্ত হয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন লেট কাট করতে যাওয়া দেবদূত পাড়িকাল। তার ২০ বলে ২২ রানই পরে হয়ে যায় দলের সর্বোচ্চ।
ধুঁকতে থাকা তরুণ শ্রীকার ভারত রাসেলকে টেনে খেলতে গিয়ে ক্যাচ উঠান মিড উইকেটে। ঠিক পরের বলেই বড় ধাক্কা খায় বেঙ্গালুরুর। দলের অন্যতম সেরা তারকা এবিডি ভিলিয়ার্স রাসেলের দারুণ ইয়র্করে বোল্ড হয়ে ফেরেন গোল্ডেন ডাক নিয়ে।
গ্লেন ম্যাক্সওয়েলের হাতে দলকে খেলায় ফেরানোর দায়িত্ব ছিল। হতাশ করেন তিনিও। বরুণের বলে স্লগ করতে গিয়ে লাইন মিস করে হন বোল্ড। ভানিন্দু হাসারাঙ্গা নেমেই লাইন মিস করে এলবিডব্লিউ। ৬৬ রানেই পড়ে যায় ৭ উইকেট। এরপর আর কারো পক্ষে দলকে টানা সম্ভব ছিল। রাসেল, বরুণরা মিলে মুড়ে দেন ইনিংস।
সহজ লক্ষ্য তাড়ায় শুভমান-আইয়ার দেখান উইকেট কতটা ব্যাটিং বান্ধব। কোন রকম সমস্যা ছাড়াই দ্রুত রান বাড়াতে থাকেন তারা। পাওয়ার প্লেতেই চলে আসে ৫৬ রান। দুই ওপেনার আরও আগ্রাসী হয়ে দ্রুত খেলা শেষ করে দেওয়ার দিকে মন দেন। দশম ওভারের শুরুতে ৬ চার, ১ ছক্কায় গিল যখন ফিরছেন খেলা তখন প্রায় শেষের দিকে।
ওই ওভারেই আরও তিন চারে খেলা শেষ করে দেন আইয়ার। ৭ চারের সঙ্গে ১ ছক্কা মারেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
সংক্ষিপ্ত স্কোর
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ১৯ ওভারে ৯২ (কোহলি ৫, পাড়িকাল ২২, শ্রীকার ১৬, ম্যাক্সওয়েল ১০, ভিলিয়ার্স ০, শচিন ৭, হাসারাঙ্গা ০ জেমিসন ৪, হার্শাল ১২, সিরাজ ৮, চেহেল ২* ; বরুণ ৩/১৩, প্রসিদ ১/২৪, ফার্গুসেন ২/২৪, নারাইন ০/২০, রাসেল ৩/৯)
কলকাতা নাইট রাইডার্স: ১০ ওভারে ৯৪/১ ( শুভমান ৪৮ , আইয়ার ৪১* , রাসেল ০*; সিরাজ ০/১২, জেমিসন ০/২৬ , হাসারাঙ্গা ০/২০, চেহেল ১/২৩ , হারশাল ০/১৩ )
ফল: কলকাতা নাইট রাইডার্স ৯ উইকেটে জয়ী।
Comments