কোহলিকে ৪৮ ঘণ্টা সময় বেধে দিয়েছিল বিসিসিআই!
টি-টোয়েন্টি অধিনায়কত্ব স্বেচ্ছায় ছেড়ে দিয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু ওয়ানডে অধিনায়কত্ব থেকে তাকে উপায় না দেখে তাকে সরিয়ে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)'র খবর ওয়ানডে অধিনায়কত্ব থেকেও কোহলিকে নিজ থেকে সরে যাওয়ার সুযোগ দিয়েছিল বোর্ড, কিন্তু তিনি তা গ্রহণ করেননি।
বুধবার ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে রোহিত শর্মার নাম ঘোষণা করে বিসিসিআই। টি-টোয়েন্টিতেও তাকে দেওয়া হয় স্থায়ী অধিনায়কের দায়িত্ব। টেস্টে কোহলির অধিনায়কত্ব বহাল থাকলেও তার ডেপুটি আজিঙ্কা রাহানেকে সরিয়ে সেখানেও সহ-অধিনায়ক করা হয় রোহিত।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই এই সংস্করণে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন কোহলি। তার ওয়ানডে অধিনায়কত্বের ভবিষ্যৎ নিয়ে তখনই আলোচনা চলছিল। ভারতের বিশ্বকাপ ব্যর্থতার পর সেই আলাপ হয় তুঙ্গে।
পিটিআই জানিয়েছে, ওয়ানডে দলের অধিনায়কত্ব নিয়ে সুন্দর সমাধানের পথে হেঁটেছিল বিসিসিআই। কোহলি ৪৮ ঘণ্টা সময় দিয়ে সরে দাঁড়ানোর অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি তা না করায় বোর্ড অধিনায়ক হিসেবে রোহিতের নাম জানিয়ে দেয়।
কোহলির নেতৃত্বে ওয়ানডেতে ভারতের জেতার পাল্লা ভারি হলেও হতাশার নাম ছিল আইসিসি আসর। অধিনায়ক কোহলি ভারতকে কোন আইসিসি টুর্নামেন্টই জেতাতে পারেননি। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে তাই রোহিতকেই বেছে নেয় বিসিসিআই। যদিও টি-টোয়েন্টি ছাড়লেও কোহলি চেয়েছিলেন ওয়ানডের নেতৃত্ব চালিয়ে যেতে।
ভারতের গণমাধ্যমের খবর সাদা বলের ক্রিকেটে দলের মধ্যে যথেষ্ট কর্তৃত্ব রাখতে পারছে না কোহলি। কিছু ক্রিকেটারের সঙ্গে তৈরি হয়েছে তার দূরত্ব। তবে লাল বলের ক্রিকেটে কোহলির নেতৃত্বের উপরই এখনো ভরসা করছে ভারত।
Comments