কোহলির জায়গা নেবেন রাহুল, ধারনা স্টেইনের

KL Rahul & Virat Kohli
লোকেশ রাহুল ও বিরাট কোহলি। ফাইল ছবি

বিশ্বকাপের পর ভারতের টি-টোয়েন্টি নেতৃত্ব ছেড়ে দেওয়ার রেশ থাকতেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বও ছেড়ে দেন বিরাট কোহলি। এই মৌসুমের পর বেঙ্গালুরুতে কেবল খেলোয়াড় হিসেবেই দেখা যাবে তাকে। কোহলির ছেড়ে দেওয়া জায়গা কে পূরণ করতে পারেন? এই নিয়ে তাই তৈরি হয়েছে আলোচনা। দলটির হয়ে এক সময় খেলা প্রোটিয়া পেসার ডেল স্টেইন এই আলোচনায় যোগ দিয়ে বললেন লোকেশ রাহুলের নাম।

২০০৮ সালে প্রথম আসর থেকে বেঙ্গালুরুর হয়েই খেলছেন কোহলি। ২০১৩ সালে পান নেতৃত্ব। এরপর টানা নেতৃত্ব দিয়ে আসছিলেন। কিন্তু একবারও চ্যাম্পিয়ন করতে পারেননি দলকে। গত ২০ সেপ্টেম্বর এক ভিডিওবার্তায় বেঙ্গালুরুর নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন কোহলি। এরপর খেলতে নেমে দুই ম্যাচ হেরেছে তার দল। প্লে অফে যেতে না পারলে আগেভাগেই শেষ হবে কোহলির আইপিএল অধিনায়কত্বের ক্যারিয়ার।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে আলাপে স্টেইন ফ্রেঞ্চাইজিটির নতুন নেতৃত্ব নিয়ে নিজের একটা ধারনার কথা জানিয়েছেন,  'লম্বা সময়ের জন্য বেঙ্গালুরুর যদি অধিনায়ক পেতে চায় তাহলে নিজেদের গণ্ডির ভেতর কাউকে বাছতে হবে। কোহলির বদলে আমার যার নাম মাথায় আসছে সে একসময় বেঙ্গালুরুর হয়েই খেলত- লোকেশ রাহুল। আমার ধারনা আইপিএলের পরের নিলামে ওকে কিনে নেবে বেঙ্গালুরু।'

 ২০১৬ সালের আইপিএলে বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন রাহুল। তার ব্যাট থেকে এসেছিল জুতসই পারফরম্যান্স। ২০১৭ মৌসুমে চোটের জন্য খেলতে পারেনি। এরপরের বছর তাকে ছেড়ে দেয় দলটি। এরপর পাঞ্জাব কিংস ১১ কোটি রূপিতে দলে ভেড়ায় রাহুলকে। এখন এই দলের হয়েই নেতৃত্ব দিচ্ছেন ডানহাতি এই ব্যাটার।

এবারের আইপিএলের পর হবে বড় আকারের নিলাম। সেখানে বদলে যেতে পারে অনেক হিসেব নিকেশ, দলগুলোর আদল। সেই হিসেব করেই একটা সম্ভাবনার কথা জানান স্টেইন।

সম্প্রতি সব ধরণের ক্রিকেট থেকে অবসরে যাওয়া এই পেসারের কাছে তার স্বদেশী এবিডি ভিলিয়ার্সের সম্ভবনা নিয়েও প্রশ্ন ছিল। তবে ক্যারিয়ারের গোধূলিতে থাকায় এবিকে বিবেচনায় নিচ্ছেন না তিনি,  'ভিলিয়ার্সকে অধিনায়ক করা ঠিক হবে না। কারণ ও ক্যারিয়ারের শেষের দিকে আছে, এমনিতে যদিও ও দারুণ নেতা।'

Comments

The Daily Star  | English

Yunus promises election on time

Chief Adviser Prof Muhammad Yunus yesterday reaffirmed his commitment to holding the 13th national election in the first half of February next year.

7h ago