কোহলির তৃতীয় 'গোল্ডেন ডাক'

ব্যর্থতার বৃত্ত থেকে বের হতেই পারছেন না বিরাট কোহলি। ভারতের সাবেক অধিনায়ক ফের মাঠ ছাড়লেন মুখোমুখি হওয়া প্রথম বলে আউট হয়ে। চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ব্যাটারের এটি তৃতীয় গোল্ডেন ডাক।

রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচের প্রথম বলেই বিদায় নেন কোহলি। এবারের আসরে দুবার হায়দরাবাদের মুখোমুখি হয়ে দুবারই গোল্ডেন ডাকের তিক্ত স্বাদ নিলেন তিনি।

বাঁহাতি স্পিনার জগদীশ সুচিথের ডেলিভারি লেগ সাইডে খেলেছিলেন ওপেনিংয়ে নামা কোহলি। কিন্তু বল মাটিতে রাখতে পারেননি তিনি। শর্ট মিড উইকেটে সহজেই ক্যাচ লুফে নেন প্রতিপক্ষের অধিনায়ক কেইন উইলিয়ামসন।

চলতি আইপিএলে কোহলির আগের দুটি গোল্ডেন ডাক ছিল পরপর দুই ম্যাচে। লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচের পর হায়দরাবাদের বিপক্ষেও হতাশায় পুড়তে হয়েছিল তাকে। এদিন আরেকবার তিনি ক্রিজ ছাড়লেন রানের খাতা খুলতে না পেরে।

২০০৮ সাল থেকে আইপিএলে খেলে যাচ্ছেন কোহলি। ২০২১ সালের আসর পর্যন্ত গোল্ডেন ডাকের অভিজ্ঞতা তার হয়েছিল তিনবার। এবার এক আসরেই সেটাকে ছুঁয়ে ফেললেন তিনি।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগে এবার নিজের সামর্থ্যের প্রতি সুবিচার করতে পারছেন না কোহলি। বেঙ্গালুরুর হয়ে ১২ ম্যাচে ১৯.৬৩ গড়ে মাত্র ২১৬ রান করেছেন তিনি। ফিফটি পেয়েছেন কেবল একটি।

প্রথম নয় ম্যাচে কোহলির রান ছিল কেবল ১২৮, ছিল না কোনো হাফসেঞ্চুরি। গত ৩০ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে ৫৮ রানের ইনিংস খেলেন তিনি। কিন্তু মন্থর ব্যাটিংয়ে তার লাগে ৫৩ বল। এরপর লখনউয়ের বিপক্ষে ৩০ রান করতে ৩৩ বল খেলে ফেলেন তিনি।

সাম্প্রতিক সময়ে বিস্ময়করভাবে রানখরায় ভুগছেন কোহলি। শুধু আইপিএলে নয়, আন্তর্জাতিক মঞ্চেও হাসছে না তার ব্যাট। ২০১৯ সালের নভেম্বরের পর কোনো পর্যায়ের ক্রিকেটেই সেঞ্চুরির দেখা পাননি তিনি।

Comments

The Daily Star  | English

Attack on NCP rally venue: Four killed as violence grips Gopalganj

At least four people were killed and dozens injured in daylong running battles between law enforcers and Awami League followers in Gopalganj yesterday.

3h ago