কোহলির ভুল শোধরানোর অপেক্ষায় গাভাস্কার

এক সময় বিরাট কোহলির রান করা, সেঞ্চুরি করা কোন খবরই ছিল না। যেটা হরহামেশা ঘটে সেটা আর খবর কেন। কিন্তু পরিস্থিতি এখন পুরো উল্টো। টানা রান খরায় থাকা কোহলি এখন নানামুখী আলোচনায়। আন্তর্জাতিক ক্রিকেটে ৭০ সেঞ্চুরির মালিক দুইবছর ধরে সেঞ্চুরিবিহীন। আউট হচ্ছেন দৃষ্টিকটুভাবে। সাবেক কিংবদন্তি ক্রিকেটার সুনিল গাভাস্কার বলছেন এই সংকট সমাধান করে দিতে পারেন তিনি।
২০১৯ সালের নভেম্বর মাসের পর থেকে আর সেঞ্চুরি নেই কোহলির ব্যাটে। সেঞ্চুরি না পেলেও একটা সময় পর্যন্ত রান করে যাচ্ছিলেন তিনি। গত কদিন তার ব্যাটে চরম রান খরা।
টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ানডে মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ ছয় ইনিংসে তিনি করেছেন ১১, ২০, ১, ১১, ১৬, ১৭ রান। বেশিরভাগ সময় আউট হচ্ছেন অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে।
এসব দেখে গাভাস্কারের মনে হয়েছে কথা বলা দরকার ভারতের সেরা ব্যাটারের সঙ্গে। অন্তত ২০ মিনিট সময় পেলেই কোহলির সমস্যা সমাধানের একটা পথ করে দিতে পারবেন বলে বিশ্বাস সাবেক মাস্টার ব্যাটসম্যানের, 'যদি ওর সঙ্গে আমি ২০ মিনিট কথা বলতে পারতাম, তাহলে বলতে পারতাম কী করতে হবে। এটা তাকে সাহায্য করতেও পারে। বলছি না করবেই, তবে অফ স্টাম্পের বাইরের বলের ক্ষেত্রে এটি কাজে লাগতে পারে।'
'একজন ওপেনার হিসেবে আমি জানি তার সেই লাইন নিয়ে সমস্যা আছে। আরও কিছু বিষয় আছে। যদি ২০ মিনিট কথা বলার সময় পাই, তাহলে বলতে পারি।'
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে কোহলি চলে গেছেন ছুটিতে। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরে থাকছেন না তিনি। সব ঠিক থাকলে অগাস্টের শেষ দিকে এশিয়া কাপ দিয়ে ফেরার কথা তার। ছুটিতে থাকা কোহলির কি সময় হবে গাভাস্কারের সঙ্গে ২০ মিনিট সময় কাটানোর?
Comments