ক্রীড়া কাঠামোকে নষ্ট করে দিয়েছে রাজনীতি: রমিজ

 Ramiz Raja
ফাইল ছবি

২০০৩-০৪ সালে রমিজ রাজা যখন পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবির প্রধান নির্বাহী ছিলেন তখন পাকিস্তানে খেলতে গিয়েছিল ভারত দল। এবার পিসিবির চেয়ারম্যান পদ পেয়েই অনেক কিছু বদলাতে শুরু করেছেন তিনি। তবে ভারত-পাকিস্তান দ্বি-পাক্ষিক সিরিজ নিয়ে কোন আশা দিতে পারলেন না ক্রিকেটার ও ধারাভাষ্যকার থেকে প্রশাসক হওয়া রমিজ।

২০১৩ সালে সর্বশেষ ভারতে ছোট্ট সফরে গিয়েছিল পাকিস্তান। ২০০৭ সালে হয় দুদলের সর্বশেষ টেস্ট। রাজনৈতিক বৈরিতায় দুদলের সিরিজ আর দেখা যায়নি। এখন আইসিসির আসরেই কেবল দেখা হয় দুদলের।

দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার সংবাদ সম্মেলনে বহুল প্রত্যাশিত এই সিরিজ নিয়ে প্রশ্ন উঠলে, রমিজ দায় দেন রাজনীতির,  'এটা এখন অসম্ভব। ক্রীড়া কাঠামোকে নষ্ট করে দিয়েছে রাজনীতি। এই মুহূর্তে এটার প্রক্রিয়া চলমান নেই। আমরাও তাড়াহুড়ো করছি না, কারণ আমরা এখন ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দিচ্ছি।'

দ্বি-পাক্ষিক সিরিজ না হলেও ভারত-পাকিস্তানের লড়াই আসছে। বিশ্বকাপে এবার একই গ্রুপে পড়েছে চির প্রতিদ্বন্দ্বী দুদল। ২৪ অক্টোবর দুবাইতে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হবে তারা।

পিসিবি প্রধান কথা বলেছেন এই ম্যাচ নিয়েও। এর আগে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে ভারতকে কখনই হারাতে পারেনি পাকিস্তান। সেই ধারা বদলাতে বাবর আজমদের বার্তা দিয়েছেন রমিজ,

'এটা বিশাল একটা ম্যাচ। আমি পাকিস্তান খেলোয়াড়দের সঙ্গে যখন কথা বলেছি, তাদের বলেছি এবার চিত্রটা বদলাতে হবে। এবার দলের সবাইকে শতভাগ নিংড়ে ভালো করতে হবে।'

বিশ্বকাপে বেশ ভারসাম্যপূর্ণ দল নিয়ে যাচ্ছে পাকিস্তান। রমিজ মনে করেন শিরোপা জিততে দরকার কেবল কিছু গোছানো পরিকল্পনা,  'জাতীয় দল বিশ্বকাপ জেতার জন্য সম্ভাবনাময়। আমাদের পরিকল্পনা একটু নেড়েচেড়ে ঠিক করতে হবে। পাকিস্তান ক্রিকেটের ডিএনএ হচ্ছে ভয়ডরহীন খেলা। ঠিকঠাক মডেল দরকার আমাদের, লক্ষ্যে পৌঁছাতে চিন্তা রাখা দরকার পরিষ্কার।'

Comments

The Daily Star  | English

Brihatta’s quiet revolution in Hazaribagh

Essentially a research-based, artist-run, non-profit organisation, Brihatta Art Foundation has worked in Dhaka for quite some time. With an objective to integrate locals in community development, they have given the people of Hazaribagh greater accessibility to art and culture.

8h ago