খারাপ সময় যাচ্ছে, কিন্তু আমরা ঘুরে দাঁড়াব: মিরাজ

Mehedi hasan Miraz
বিমানবন্দরে মেহেদী হাসান মিরাজ। ছবি: ফিরোজ আহমেদ

দক্ষিণ আফ্রিকায় দুই টেস্টে ভরাডুবির পর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষেও যুক্ত হয়েছে হারের ক্ষত। টানা দুই সিরিজে দেখা গেছে ব্যাটিং ধস। এই ঝাপটায় বদলে গেছে অধিনায়কত্ব। অনেকটা তাই দুঃসময়ের ভেতর দিয়েই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, সব সংকট দূর করে ঠিকই ঘুরে দাঁড়াবেন তারা।

এবার কয়েক দফায় ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে বাংলাদেশ দল। ৩ জুন প্রথম দফায় সদ্য সাবেক অধিনায়ক মুমিনুল হক সহ যান পাঁচজন। সোমবার ৭টা ৪০ মিনিটের ফ্লাইটে তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, জেমি সিডন্সসহ যাচ্ছেন বড় এক বহর। মঙ্গলবারও আছে মোস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলামদের আরেকটা ফ্লাইট আছে।

লন্ডনে ছুটি শেষে সেখান থেকেই যাবেন সহ-অধিনায়ক লিটন দাস ও নুরুল হাসান সোহান। টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান অনেকটা নীরবেই চলে গেছেন যুক্তরাষ্ট্রে। সবার পরে ১০ জুন তিনি যুক্ত হবেন অ্যান্টিগায়।

Tamim Iqbal
ছবি: ফিরোজ আহমেদ

যাওয়ার আগে সোমবার সন্ধ্যায় বিমানবন্দরে আশাবাদ শুনিয়ে যান মিরাজ, 'আমরা শেষ যখন গিয়েছিলাম ওখানে দুটো সিরিজ জিতেছিলাম- ওয়ানডে এবং টি-টোয়েন্টি। ওই সিরিজটা অনেক মজার ছিল। অবশ্যই চারবছর পর যাচ্ছি, এবার ভাল ক্রিকেট খেলার চেষ্টা করব।'

'এর আগে যখন ওয়েস্ট ইন্ডিজে খেলেছি তখন তো সাকিব ভাই অধিনায়ক ছিলেন। আমরা সাম্প্রতিক সময়ে ভাল করছি না, কিন্তু আমরা ঘুরে দাঁড়াতে পারব। দেখেন আমরা নিউজিল্যান্ডে তো করে দেখিয়েছি। এমন না যে আমরা পারি না। আমাদের খারাপ সময় যাচ্ছে। খেলোয়াড়রা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।'

আঙুলের চোটের কারণে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারেননি মিরাজ। চোট কাটিয়ে তিনি ফিরেছেন শতভাগ ফিট হয়ে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে কঠিন চ্যালেঞ্জের জন্য তিনি প্রস্তুত বলে জানিয়ে গেলেন,  'আমি ইনজুরির জন্য খেলতে পারিনি। কিন্তু ভাল রিকোভারি করেছি। বায়জিদ (ফিজিও বায়েজিদুল ইসলাম) ভাই খুব ভালো টেক কেয়ার করেছেন। এখন আল্লাহর রহমতে অনেক ভাল আছি। নিজের সেরাটা দিয়ে চেষ্টা করব।'

Comments

The Daily Star  | English
consensus commission bicameral parliament proposal

Consensus commission: Talks stall over women’s seats, upper house

The National Consensus Commission proposed establishing an upper house comprising elected representatives from each district and city corporation, and suggested abolishing the current system of reserved seats for women in parliament.

6h ago