‘খুবই সৌভাগ্যবান যে আমাদের সময় সোশ্যাল মিডিয়া ছিল না’

নিজেদের ক্যারিয়ারের শুরুর সময়ে এখনকার মতো সোশ্যাল মিডিয়ার প্রভাব থাকলে পুরো পরিস্থিতিই হতে পারত ভিন্ন। মাশরাফি বিন মর্তুজা তাই মনে করছেন বাংলাদেশের পাঁচ সিনিয়র ক্রিকেটার আসলে খুব ভাগ্যবান। তারা ক্যারিয়ার গড়তে পেরেছেন চাপমুক্ত পরিবেশে। এখানকার মতো সোশ্যাল মিডিয়ার চাপ থাকলে হয়ত তাদের চলার পথ হয়ে যেত অনেক কঠিন।
চলমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনায় পড়তে হয় তরুণ ক্রিকেটারদের। মানুষের তীব্র প্রতিক্রিয়া সামলে চালিয়ে নিতে হয় খেলা। এমনকি অনেক সময় দল নির্বাচনেও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব দেখা যায়।
রোববার পল্টন ময়দানে কাবাডি ফেডারেশনের এক টুর্নামেন্টে গিয়ে তরুণ ক্রিকেটারদের চাপ নিয়ে কথা বলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। নিজেসহ অন্য সিনিয়র তারকা সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের প্রসঙ্গ টেনে তরুণদের দিকে পরিস্থিতির তুলনায় গেলেন মাশরাফি, তফাৎ হিসেবে তার চোখে ধরা পড়ে সোশ্যাল মিডিয়ার কথা, 'যে পাঁচ জনের (পঞ্চপাণ্ডব) কথা বলছেন, আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের সময় সোশ্যাল মিডিয়া ছিল না। আপনি যদি আমাদের শুরুর ক্যারিয়ার দেখেন, তখন যদি সোশ্যাল মিডিয়া থাকত আমরা এতদুর খেলতে পারতাম না...এটা সমস্যা। যখন আপনার তরুণ আসছে তাদের উপর প্রভাবটা পড়ছে এটা ধরে রাখা সহজ না। একটা খেলোয়াড় যখন পারফর্ম করতে পারছে না, তখন চারদিক থেকে যদি আক্রমণ করা হয় তখন কিন্তু মানসিক ভাবে ভেঙে পড়ে। তো এখানে আমাদের সাপোর্টটা খুব প্রয়োজন।'
সাকিব ছাড়া সিনিয়র তারকাদের সবারই শুরুর ক্যারিয়ার গ্রাফ খুবই সাদামাটা। প্রত্যেকেই ছিলেন অধারাবাহিক। সেসময় আজকের মতো সোশ্যাল মিডিয়ার চাপ থাকলে তাদের ক্যারিয়ার থেমে যেত বলে ধারণা মাশরাফির, 'তামিম দেখেন, আমাকে দেখেন, সাকিব মেবি ডিফরেন্ট কেইস, মুশফিক দেখেন, তারা কিন্তু আর্লি ক্যারিয়ারে বাদ পড়েছে। হয়তো তামিম পড়েনি...তবে আজকের তামিম ইকবাল ছিল না। সাকিব ছাড়া সবাই কষ্ট করে একটা পর্যায়ে এসেছে। এখন যেটা হয়, আসলেই সবাই পারফরম্যান্স চায়। আন্তর্জাতিক ক্রিকেট এত সহজ না যে আপনি এসেই পারফরম্যান্স পাবেন বা হবে। এটা সব মিলিয়ে ধৈর্য্যের। তার আগে আপনাকে দেখতে হবে সে কতটা তৈরি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য। এই দুইটা ভারসাম্য করা খুব জরুরী।'
এবার বিপিএলে ঢাকার ফ্র্যাঞ্চাইজিতে একসঙ্গে খেলবেন তিন সিনিয়র মাশরাফি, তামিম ও মাহমুদউল্লাহ। নিজেদের মধ্যে দারুণ বোঝাপড়া আছেই, তবে সেটা কতটা ম্যাচে প্রভাব পড়বে দেখতে বললেন তিনি, 'ওদের সঙ্গে আমি নতুন না। তিন জন একসঙ্গে খেলব, আমাদের বোঝাপড়া মুখস্থ। কতটুকু প্রভাব থাকবে সেটা মাঠের ক্রিকেটে বোঝা যাবে।'
Comments