গুরুতর অসুস্থ ক্রিস কেয়ার্নস লাইফ সাপোর্টে

নব্বুই পরবর্তী সময়ে নিউজিল্যান্ডের অনেক সাফল্যের নায়ক অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। হৃদরোগে আক্রান্ত সাবেক এই ক্রিকেটারকে অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
অস্ট্রেলিয়ার গণমাধ্যম জানায়, গত সপ্তাহে ক্যানবেরায় অবস্থানকালীন অসুস্থ হয়ে পড়েন কেয়ার্নস। তার ধমনী ছিঁড়ে যাওয়ায় হাসপাতালে নেওয়া হয়। একাধিক অস্ত্রোপচারের পর হৃদরোগেও আক্রান্ত হন তিনি।
নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে, চিকিৎসকদের প্রত্যাশা অনুযায়ী তিনি সাড়া দিচ্ছেন না। ৫১ বছর বয়েসী এই অলরাউন্ডারকে তাই লাইফ সাপোর্টে নিতে হয়েছে।
১৯৮৯ সালে মাত্র ১৭ বছর বয়েসে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু তার। ব্যাটে-বলে ব্ল্যাক ক্যাপসের বড় ভরসা হতে বেশি সময় নেননি। নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন ৬২টি টেস্টে এবং ২১৫টি ওয়ানডে ম্যাচ। টেস্টে তিন হাজারেরও বেশি এবং ওয়ানডেতে আছে প্রায় পাঁচ হাজার রান। দুই ফরম্যাটেই দু'শোর বেশি উইকেট রয়েছে ক্রিসের ঝুলিতে।
তার সময়ে সেরা অলরাউন্ডারদের তালিকায় ছিলেন তিনি। ২০০০ সালে উইজেড বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের একজন ছিলেন তিনি। ২০০৩ সালে তার মুন্সিয়ানাতেই ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতে নিউজিল্যান্ড। বিশ্ব আসরে সেটিই ছিল ব্ল্যাক ক্যাপসদের প্রথম কোন শিরোপা।
Comments