চান্দিমালের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার লিড

Dinesh Chandimal
সেঞ্চুরির পথে দীনেশ চান্দিমালের কাট। ছবি- শ্রীলঙ্কা ক্রিকেট

স্টিভ স্মিথ-মারনাস লাবুশেনের জোড়া সেঞ্চুরির পরও চারশো ছুঁতে পারেনি অস্ট্রেলিয়ার পুঁজি। বরং জবাব দিতে নেমে দীনেশ চান্দিমালের সেঞ্চুরি এবং আরও চার ফিফটিতে শ্রীলঙ্কা পেয়ে গেছে জুতসই লিড।

রোববার গল টেস্টের তৃতীয় দিন শেষে ৬৭ রানে এগিয়ে আছে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার ৩৬৪ রানের জবাবে ৬ উইকেটে ৪৩১ রান তুলেছে তারা। ১৩তম টেস্ট সেঞ্চুরি তুলে চান্দিমাল অপরাজিত আছেন ১১৮ রানে। ৭ রান নিয়ে তার সঙ্গে ক্রিজে রমেশ মেন্ডিস।

২ উইকেটে ১৮৪ রান নিয়ে নেমে সেঞ্চুরির সামনে থাকা কুশলকে শুরুতেই হারায় লঙ্কানরা। অফ স্পিনার ন্যাথান লায়নের বলে এলবিডব্লিউ হয়ে যান তিনি। দিনের শুরুর ধাক্কা শক্ত তাতে সামাল দেন দুই অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস-চান্দিমাল। চতুর্থ উইকেটে তারা যোগ করেন ৮৩ রান।

সময় নিয়ে থিতু হয়ে ফিফটি করা ম্যাথিউসকে ফেরান মিচেল স্টার্ক। চান্দিমাল পরে কামিন্দু মেন্ডিসকে নিয়ে গড়ে তুলেন আরও বড় জুটি। পঞ্চম উইকেটে ২৫৭ বলে যোগ হয় আরও ১৩৩ রান। দিনের সবচেয়ে বড় জুটিটিই বদলে দেয় ম্যাচের গতিপথ। ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন কামিন্দু।

১৩৭ বলে তার ৬১ রানের ইনিংস থামান লেগ স্পিনার মাইকেল সোয়েপসন। এরপর নিরোশান ডিকভেলাকে দ্রুত তুলে নিয়ে ম্যাচে ফেরার আভাস দিয়েছিলেন লায়ন। কিন্তু চান্দিমালের চওড়া ব্যাট দূর করে দেয় সকল সংশয়।

দিনের শেষভাগের গুরুত্বপূর্ণ সময়টা তার সঙ্গে মিলে পার করে দেন অফ স্পিনিং অলরাউন্ডার রমেশ। ৪৫ বল সামলে নেন তিনি।

শেষ চার উইকেট নিয়ে লিডটা যত বড় করা যায় সেই চেষ্টা চালাবেন চান্দিমাল। ম্যাচে স্বাগতিকদের অবস্থান আপাতত বেশ শক্ত।

Comments

The Daily Star  | English
US tariffs impact on Bangladesh economy

Can Bangladesh ride out the wave of US tariffs?

Trump's announcement sent businesses scrambling. Orders froze. Buyers demanded discounts. Stock markets plummeted.

12h ago