চার হারের ভার নিয়ে দেশের পথে অস্ট্রেলিয়া দল

Australia Team
ছবি: ফিরোজ আহমেদ

শেষ ম্যাচ খেলতে হোটেল থেকে মাঠে আসার সময়ই ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে এসেছিলেন ক্রিকেটাররা। খেলার পর আর হোটেলে ফেরেননি তারা। হতাশার সিরিজ শেষে মাঠ থেকেই রওয়ানা হয়েছেন বিমানবন্দরে। রাত একটায় অস্ট্রেলিয়া দলকে নিয়ে বাংলাদেশ ছেড়েছে তাদের ভাড়া করা বিমান।

সোমবার শেষ টি-টোয়েন্টি খেলেই দেশের ফ্লাইট ধরার কথা ছিল ম্যাথু ওয়েডদের। সেই অনুযায়ী সব গুছিয়ে ফেলেন তারা।  ক্রিকেটাররা হাত ব্যাগ সব নিয়ে এসেছিলেন মাঠে। বড় ব্যাগ হোটেল থেকে আলাদা গাড়িতে করে পৌঁছেছে বিমানবন্দরে।

টিম স্পন্সর ক্যান্টাস এয়ারওয়েজের বিমানে গত ২৯ জুলাই বাংলাদেশে আসে অস্ট্রেলিয়া দল। তিনদিন কোয়ারেন্টিন করার পর ২ অগাস্ট থেকে শুরু হয় সিরিজ। করোনাভাইরাস মহামারির মধ্যে কঠোর সুরক্ষা বলয়ে ৭ দিনে ৫টি টি-টোয়েন্টি খেলেই দেশে ফিরছেন তারা।

বাংলাদেশে অজিদের এবারের সফর ছিল চরম হতাশার। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ তারা হেরেছে ৪-১ ব্যবধানে। মন্থর ও টার্নিং উইকেটে বাংলাদেশে খেলা বিভীষিকার মতো হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের জন্য।

সোমবার রাতে শেষ ম্যাচে বাংলাদেশের ১২২ রান টপকাতে গিয়ে মাত্র ৬২ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টিতে এটিই তাদের সর্বনিম্ন সংগ্রহ।

বাংলাদেশ সফরে আসতে বিসিবিকে বেশ কয়েকটি চাহিদা দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। কঠোর সুরক্ষা বলয় রাখতে সেসব চাহিদা পূরণ করা হয়। ২৯ জুলাই বাংলাদেশে এসে বিমানবন্দরে টারমার্ক থেকেই বাস ধরে হোটেলে যান অজি ক্রিকেটাররা। তাদের ইমিগ্রেশনও করা হয় বিশেষ ব্যবস্থায়।

Comments

The Daily Star  | English

PR system a threat to democracy: Rizvi

Under the PR system, the party, not the people, will choose MPs, he says

16m ago