জিম্বাবুয়ে-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের সূচিতে বদল

জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ একদিন এগিয়ে এসেছে। সম্প্রচার প্রতিষ্ঠানের লজিস্টিক জটিলতায় কারণে দুই বোর্ডের সম্মতিতে সূচিতে এসেছে বদল।
জিম্বাবুয়ে ক্রিকেট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিরিজের সম্প্রচার প্রতিষ্ঠানের অনুরোধে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ২২ জুলাই (বৃহস্পতিবার) শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আগের সূচি অনুযায়ী যা শুরু হওয়ার কথা ছিল ২৩ জুলাই।
পরদিন ২৩ জুলাইও থাকছে ম্যাচ। আর সিরিজের শেষ ম্যাচ ২৭ জুলাইয়ের বদলে এখন হবে ২৫ জুলাই। হারারে স্পোর্টস ক্লাব মাঠে সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায়।
এবার জিম্বাবুয়ে সফরে এক টেস্ট ও তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টির সূচি ছিল বাংলাদেশের। একমাত্র টেস্ট জেতার পর এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে তামিম ইকবালের দল।
সিরিজের শেষ ওয়ানডে আগের মতই শুরু হবে মঙ্গলবার দুপুর দেড়টায়।
অর্থাৎ ওয়ানডে সিরিজ শেষ হওয়ার একদিন পরই টি-টোয়েন্টি সিরিজে নামতে হবে দুদলকে।
Comments