জোড়া হারের পর জয় পেল ভারত

ঘরের মাঠে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারের চোখরাঙ্গানি। ভারতের লড়াইটা ছিল তাই সিরিজে টিকে থাকার। অস্তিত্ব রক্ষার। সে লড়াইয়ের দারুণ সূচনায় লড়াইয়ের পুঁজি এনে দেন দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ও ইশান কিষান। এরপর বল হাতে ঘূর্ণির মায়াজাল বেছান যুজবেন্দ্র চাহাল। জ্বলে উঠলেন হার্শাল প্যাটেলও। তাতে দারুণ জয়ে সিরিজে টিকে রইল ভারত।
মঙ্গলবার বিসাখাপত্তমে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ দক্ষিণ আফ্রিকাকে ৪৮ রানে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৯ রান করে দলটি। জবাবে পাঁচ বল বাকি থাকতেই ১৩১ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। পাঁচ ম্যাচের সিরিজে এখনও ২-১ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।
লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। চাহালের ঘূর্ণির পর হার্শালের তোপে গড়ে ওঠেনি বলার মতো বড় কোনো জুটি। এমনকি নির্দিষ্ট কোনো ব্যাটারও সে অর্থে দায়িত্ব নিয়ে ইনিংস লম্বা করতে পারেননি।
দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রানের ইনিংস খেলেন উইকেটরক্ষক-ব্যাটার হেনরিক ক্লাসেন। রেজা হ্যান্ডরিকস ২৩, ওয়াইন পারনেল অপরাজিত ২২ ও ডোয়াইন প্রিটোরিয়াস ২০ রান করেন। ভারতের পক্ষে ২৫ রানের খরচায় ৪টি উইকেট নেন হার্শাল। ২০ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন চাহাল।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রুতুরাজ ও ইশানের ব্যাটে উড়ন্ত সূচনা পায় ভারত। ৯৭ রানের ওপেনিং জুটি গড়েন এ দুই ওপেনার। রুতুরাজকে ফিরিয়ে এ জুটি ভাঙেন কেশভ মহারাজ। এরপর অবশ্য ছোট ছোট জুটিতে বড় পুঁজিই সংগ্রহ করে দলটি।
দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেন রুতুরাজ। ৩৫ বলে ৭টি চার ও ২টি ছক্কায় নিজের ইনিংস খেলেন এ ওপেনার। তার সমান ৩৫ বল খেলে ৫৪ রান করেন ইশান। ৫টি চার ও ২টি ছকায় এ রান করেন তিনি। ২১ বলে ৪টি চারের সাহায্যে ৩১ রান করে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া। প্রোটিয়াদের পক্ষে ২৯ রানের খরচায় ২টি উইকেট পান ডোয়াইন প্রিটোরিয়াস।
Comments