'জয়কে দেখে মনেই হয়নি ও নতুন এসেছে'

বাংলাদেশ দলে মাহমুদুল হাসান জয়ের উত্থান বয়সভিত্তিক দল থেকে। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দারুণ খেলে নজরে এসেছেন। এরপর সে ধারা ধরে রেখেছেন ঘরোয়া লিগে। পেয়েছেন জাতীয় দলে ডাক। পাকিস্তানের বিপক্ষে জাতীয় দলের অভিষেকটা অবশ্য ভালো হয়নি। তবে ছন্দে ফিরেছেন দ্রুতই। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টেই দারুণ এক ইনিংস খেলে নিজের জাত চিনালেন। তাতে দারুণ উচ্ছ্বসিত তার সতীর্থরা।

রোববার মাউন্ট মাঙ্গানুই টেস্টের দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ১৭৫ রান তুলেছে বাংলাদেশ। যদিও নিউজিল্যান্ডের চেয়ে ১৫৩ রানে পিছিয়ে আছে তারা। তবে এখন পর্যন্ত এ টেস্টে দাপট বাংলাদেশেই। এর আগে নিউজিল্যান্ডকে তাদের প্রথম ইনিংসে ৩২৮ রানে গুটিয়ে দিয়েছে টাইগাররা।

বাংলাদেশ দলকে এদিন কক্ষপথে রেখেছেন জয়ই। সাদমান ইসলামের সঙ্গে ওপেনিংয়ে নেমে ৪৩ রানের জুটি গড়েন তিনি। এরপর সাদমান ফিরে গেলে নাজমুল হোসেন শান্তর সঙ্গে গড়েন ১০৪ রানের দারুণ এক জুটি। সঙ্গী শান্তকে হারিয়েছেন দলীয় ১৪৭ রানে। তবে এখনও অনড় মাহমুদুল। অধিনায়ক মুমিনুল হককে নিয়ে অবিচ্ছিন্ন ২৮ রানের জুটি গড়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশ দলকে।

টেস্টের মেজাজ বুঝেই ব্যাটিং করে চলেছেন জয়। সে ধারায় ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই পেলেন ফিফটির দেখা। ধৈর্যশীল ব্যাটিংয়ের শৈলী উপহার দিয়ে এগিয়ে যাচ্ছেন কাঙ্ক্ষিত তিন অঙ্কের ম্যাজিক ফিগারের লক্ষ্যে। অপরাজিত রয়েছেন ৭০ রানে। এ রান করতে মোকাবেলা করেছেন ২১১ বল। চার মেরেছেন ৭টি। 

ব্যাট হাতে শুরুর দিকে কিছুটা ভুগছিলেন জয়। ওয়েগনারের একটি বলে পরাস্ত হয়েছিলেন। তাতে আউটও হতে পারতেন রিভিউ নিলে। তবে এরপর সতর্ক ব্যাটিংয়ে গুছিয়ে নিয়েছেন নিজেকে। সে অর্থে আর অস্বস্তিতে দেখা যায়নি এ ওপেনারকে। বয়সটা যে মাত্র ২১ তা বোঝাই যায়নি তার ব্যাটিং দেখে। ৩০তম টেস্ট খেলতে নামা মেহেদী হাসান মিরাজ তো বুঝতেই পারছিলেন না ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছেন জয়।

জয়কে রীতিমতো লম্বা রেসের ঘোড়াই মনে হচ্ছে মিরাজের। ম্যাচ শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মিরাজ বলেছেন, 'জয় অনেক ভালো ব্যাট করেছে, ইতিবাচক ছিল। ও যে নতুন এটা ওর ব্যাটিং দেখে মনেই হচ্ছিল না। ও খুব ভালো মানিয়ে নিয়েছে। আমরা জানি জয় খুব ভালো খেলোয়াড়। আন্ডার নাইন্টিন চ্যাম্পিয়ন দলের প্লেয়ার। ওখানে ভালো খেলেছে। ঘরোয়াতে ভালো খেলে এসেছে জাতীয় দলে। ওর মাত্রই শুরু, বাংলাদেশকে অনেক কিছু দেওয়ার আছে। দলের জন্য ভালো হয়েছে, ওর নিজের ক্যারিয়ারের জন্যও ভালো হয়েছে।'

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

6h ago