টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পেসার

Toss
ছবি: ফিরোজ আহমেদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে আগে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। একাদশে বিশেষজ্ঞ দুজন পেসার রেখেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টির একাদশ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন ও তাসকিন আহমেদ।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মঙ্গলবার মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

টস জিতে আগে ফিল্ডিং করা প্রসঙ্গে অস্ট্রেলিয়ান অধিনায়ক ম্যাথু ওয়েড বলেন, এই উইকেটে রান তাড়া করাই তাদের কাছে আদর্শ বলে মনে হচ্ছে। সুযোগ পেলে নিজেরাও আগে বোলিং নিতেন বলে জানান বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহও। 

চোট শঙ্কা কাটিয়ে বাংলাদেশের একাদশে ফিরেছেন জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা মোস্তাফিজুর রহমান। পেস আক্রমণে তার সঙ্গে আছেন আরেক বাঁহাতি শরিফুল ইসলাম।

সাকিব আল হাসানের পাশাপাশি আরেক বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকেও খেলাচ্ছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। এ ক্ষেত্রে, লোয়ার অর্ডারে তার আগ্রাসী ব্যাটিংয়ের সামর্থ্যও বিবেচনায় রাখা হয়েছে।

অজিরা পেসারদের উপরই রেখেছে ভরসা। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউডের পাশাপাশি আছেন অ্যান্ড্রু টাই। একাদশে আছেন তিন স্পিনার। লেগ স্পিনার অ্যাডাম জাম্পার সঙ্গে বাঁহাতি স্পিনার অ্যাস্টন অ্যাগার আর অফ স্পিনিং অলরাউন্ডার অ্যাস্টন টার্নার হাত ঘোরাবেন।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম,  মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ: আলেক্স ক্যারি, জশ ফিলিপ, মিচেল মার্শ, মোজেজ হেনরিকস, ম্যাথু ওয়েড, অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented in presence of all stakeholders involved in the mass uprising at 5:00pm

1h ago