'টি-টোয়েন্টিতে ডট বল খেলা অপরাধ'

টি-টোয়েন্টি মানেই ধুমধাড়াক্কা চার-ছক্কার খেলা। গাঁটের টাকা খরচ করে দর্শকরা তাই দেখতেই আসে। তার উপর স্কোরবোর্ডে বড় জন্যও প্রয়োজন আগ্রাসী ব্যাটিংই। সেখানে এ সংস্করণে অতিরিক্ত ডট বল হলে চাপে পড়তে বাধ্য যে কোনো দলই। তাই এ সংস্করণে ডট বল খেলাকে অপরাধ বলেই মনে করেন ভারতীয় দলের অন্যতম সেরা ব্যাটার শ্রেয়াস আইয়ার।

সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজে দুর্দান্ত ছন্দে ছিলেন আইয়ার। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ২৮ বলে অপরাজিত ৫৭ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে ৪৪ বলে করেন অপরাজিত ৭৪ রান। আর তৃতীয় টি-টোয়েন্টিতে তিনি করেন ৪৫ বলে অপরাজিত ৭৩ রান। হাফসেঞ্চুরির হ্যাটট্রিক করে নয়া নজিরই গড়ে ফেলেছেন এ তরুণ। প্রতি ম্যাচে অপরাজিত থেকে সর্বাধিক রান করার রেকর্ডটা এখন তার।

টাইম অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে টি-টোয়েন্টি ক্রিকেটে বল নষ্ট করার বিরুদ্ধে বেশ সরব উচ্চারণ করে আইয়ার বলেন, 'টি-টোয়েন্টিতে প্রতিটি বলেই স্কোর করার কথা ভাবতে হবে। একজন ব্যাটসম্যান হিসেবে আমি মনে করি, এই সংস্করণে ডট বল খেলাটা অপরাধ। প্রথম বলেই স্ম্যাশ করে, বোর্ডে দারুণ পুঁজি সেট করতে হবে।'

বর্তমান ভারত দলটা ঠিক এমনই মনে করেন এ তরুণ। এমনকি একাদশের বাইরের খেলোয়াড়দেরও সে ক্ষমতা রয়েছে বলে মনে করেন তিনি, 'আমাদের এখন শক্তিশালী দল আছে। আর সেই উন্মাদনাটাও আছে এই কারণে, বাইরে বসে থাকা খেলোয়াড়রাও কিন্তু একাদশে থাকা খেলোয়াড়দের মতোই প্রতিভাবান। যে কোনও পরিস্থিতিতে যে কোনও অবস্থানে এসে পারফর্ম করার ক্ষমতা তাদের আছে।'

বছরের শুরুটা মোটেও ভালো হয়নি আইয়ারের। তার কারণটাও ব্যাখ্যা করেন তিনি, 'আমরা যখন দক্ষিণ আফ্রিকায় ছিলাম, তখন বছরের শুরুতে আমার খুব খারাপ পেটের সংক্রমণ হয়েছিল। আমি সেখানে সাত কেজি ওজন কমিয়েছি। মূলত, আমি যা খাচ্ছিলাম, তা বেরিয়ে যাচ্ছিল। আর সেই সময়টা আমার জীবনের সবচেয়ে খারাপ পর্যায়গুলির মধ্যে একটি ছিল।'

তবে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সে দারুণ খুশি এ ব্যাটার। তিন নম্বরে নেমে দুরন্ত পারফরম্যান্স করা নিয়ে বলেছেন, 'এই পজিশনে নিজের সেরাটা দেওয়ার সুযোগ রয়েছে। তবে সেটা বাদ দিলে, আমি এই মুহূর্তে নিজেকে উপভোগ করছি এবং চোট থেকে ফেরার পর আমার ব্যাটিং নিয়েও আমি তৃপ্ত।'

Comments

The Daily Star  | English

Modi gives forces ‘operational freedom’

Vows ‘crushing blow to terrorism’ after meeting top security brass; Pak FM fears ‘imminent incursion’

50m ago