টেস্টে ৪০০ উইকেটের মাইলফলকে লায়ন

মাইলফলকের একদম কিনারে দাঁড়িয়েছিলেন ন্যাথান লায়ন। এই টেস্টে আর এক উইকেট পেলেই ৪০০ উইকেট স্পর্শ করা হয়ে যেত তার। প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকায় বেড়ে যায় অপেক্ষা। অবশ্যে দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ সময়েই উইকেট নিয়েছেন তিনি। দাবিদ মালানকে আউট করে মাত্র তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে স্পর্শ করেছেন এই মাইলফলক।

শনিবার ব্রিসবেন টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ডের প্রতিরোধ ভেঙ্গে ধসের শুরুটাই করেন লায়ন। তৃতীয় উইকেটে লম্বা জুটিতে ইংল্যান্ডকে খেলায় ফেরানোর পথে ছিল মালান ও জো রুট।

তাদের ১৬২ রানের জুটি ভাঙ্গে লায়নের মাইলফলকের উইকেটে। তার অফ স্পিনে মারনাস লাবুশানের হাতে ক্যাচ দেন ৮২ রান করা লায়ন। ইংল্যান্ডকে মুড়ে দিতে পরে ওলি পোপ, ওলি রবিনসন ও মার্ক উডের উইকেটও নেন লায়ন।

১০১ টেস্টে ৩২.০৭ গড়ে তার উইকেট সংখ্যা এখন ৪০৩। অস্ট্রেলিয়ার হয়ে এর আগে ৪০০ বা তারবেশি উইকেট নিয়েছেন গ্লেন ম্যাকগ্রা ও শেন ওয়ার্ন। ৭০৮ উইকেট নিয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারে মুত্তিয়া মুরালিধরনের (৮০০) ঠিক পরেই আছেন ওয়ার্ন। ৫৬৩ উইকেট নিয়ে তালিকার পাঁচে পেসা ম্যাকগ্রা।

লায়নের অবস্থান এখন ১৭তম। তবে ৩৪ পেরুনো এই স্পিনারের সামনে আছে আরও অনেক টেস্ট খেলার সুযোগ। তালিকায় আরও অনেক উপরে থেকেই ক্যারিয়ার শেষ করার সম্ভাবনা তার।

তবে অফ স্পিনারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় চারে আছেন লায়ন। মুরালিধরণ, রবিচন্দ্রন অশ্বিন (৪২৭), হরভজন সিংয়ের(৪১৭) ঠিক পরেই তিনি। হরভজন অবসর নিয়ে নেওয়া তাকে সহজেই ছাড়িয়ে যেতে পারেন লায়ন। অশ্বিন এখনো খেলছেন, তার সামনেও আছেন অনেক টেস্ট খেলার হাতছানি। 

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

3h ago