টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে লাবুশেন

labuschagne
ছবি: টুইটার

ইংল্যান্ডের মাটিতে ২০১৯ সালের অ্যাশেজে ক্রিকেটপ্রেমীদের কাছে পরিচিত হয়ে উঠেছিলেন মারনাস লাবুশেন। সেই থেকে রানের ফুলঝুরি ছুটিয়ে চলেছেন তিনি। চলমান অ্যাশেজেও হাসছে তার ব্যাট। ঘরের মাটিতে সফরকারী ইংলিশদের বিপক্ষে চার ইনিংসে একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি করেছেন তিনি। ধারাবাহিকতার পুরস্কার হিসেবে ক্যারিয়ারে প্রথমবারের মতো আইসিসি টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে গেছেন অস্ট্রেলিয়ার এই ডানহাতি তারকা।

বুধবার র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ইংল্যান্ডের অধিনায়ক জো রুটকে টপকে চূড়ায় পৌঁছে গেছেন লাবুশেন।

ব্রিসবেন টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৭৪ রান করেন লাবুশেন। এরপর অ্যাডিলেডে অজিদের সবশেষ টেস্টের প্রথম ইনিংসে ধৈর্যের সুনিপুণ নজির স্থাপন করে সেঞ্চুরির স্বাদ নেন তিনি। ৪০৫ মিনিট ক্রিজে থেকে ৩০৫ বল খেলে করেন ১০৩ রান। দ্বিতীয় ইনিংসেও তিনি খেলেন ৫১ রানের ইনিংস। দুই টেস্টেই বড় ব্যবধানে জিতে অ্যাশেজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।

অ্যাশেজ শুরুর আগে টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের চারে ছিলেন লাবুশেন। এখন ক্যারিয়ারসেরা ৯১২ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন তালিকার শীর্ষে। ইতিহাসের নবম অস্ট্রেলিয়ান ব্যাটার হিসেবে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ৯০০ পয়েন্ট অতিক্রম করেছেন তিনি। তার আগে এই কীর্তি গড়াদের মধ্যে আছেন ডন ব্র্যাডম্যান, রিকি পন্টিং, ম্যাথু হেইডেন, মাইকেল ক্লার্ক ও স্টিভেন স্মিথের মতো তারকা।

দুইয়ে নেমে যাওয়া রুটের রেটিং পয়েন্ট ৮৯৭। সবশেষ চার ইনিংসে যথাক্রমে ০, ৮৯, ৬২ ও ২৪ রান করেন তিনি। তিনে থাকা স্মিথের রেটিং পয়েন্ট ৮৮৪। নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন ৮৭৯ পয়েন্ট নিয়ে অবস্থান করছেন চারে। ৭৯৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

অ্যাডিলেড টেস্টে না খেললেও টেস্ট বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলে রেখেছেন অস্ট্রেলিয়ার দলনেতা প্যাট কামিন্স। তার সতীর্থ মিচেল স্টার্ক ঢুকে গেছেন সেরা দশে। তিনি আছেন নবম স্থানে। কামিন্সের পর শীর্ষ পাঁচের বাকি স্থানগুলোতে রয়েছেন যথাক্রমে ভারতের রবিচন্দ্রন অশ্বিন, পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি, নিউজিল্যান্ডের টিম সাউদি ও অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড।

Comments

The Daily Star  | English

JnU second campus: Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

6h ago